১২ নভেম্বর : দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। বুধবার জখমদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দু’দিনের ভুটান সফর শেষ করে এদিনই দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এদিন জখমদের সঙ্গে দেখা করতে তিনি পৌঁছান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন তিনি। এদিন বিকেল সাড়ে ৫টায় নিরাপত্তা ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে।
ভুটানে থাকাকালীন গতকাল এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দেন মোদি। বলেন, বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে। যারা এর পেছনে রয়েছে কাউকে রেয়াত করা হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও বার্তা দেন প্রধানমন্ত্রী।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।


