দিল্লি বিস্ফোরণ : মৃত বেড়ে ১১, আটক ১, মুম্বই, উত্তরপ্রদেশ, কলকাতায় হাই অ্যালার্ট জারি

১০ নভেম্বর : দিল্লি বিস্ফোরণকাণ্ডে যুক্ত থাকার সন্দেহে একজন সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার এই বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ১১ হয়েছে। গুরুতর আহত ৩০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। তদন্তে নেমে দিল্লি পুলিশ যে ব্যক্তিকে গ্রেফতার করেছে, তার পরিচয় এখনও জানা যায়নি। কোন জঙ্গি সংগঠন এই কাজ করেছে, তা জানা যায়নি।

এই ঘটনার জেরে মুম্বই থেকে শুরু করে উত্তরপ্রদেশ, কলকাতাতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে। মহারাষ্ট্রের রাজধানীতে গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বাড়ানো হচ্ছে।

উত্তরপ্রদেশ ও দেরাদুনের সব জেলার পুলিশকেও উচ্চ সতর্কতায় রাখা হয়েছে। লখনউ থেকে নির্দেশ জারি করে সংবেদনশীল এলাকায় টহল এবং তল্লাশি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

লালকেল্লার কাছে বিস্ফোরণের ঘটনার পর কলকাতায় জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। কলকাতা পুলিশ সমস্ত ইউনিটকে সতর্ক করেছে এবং শহরজুড়ে নাকা চেকিং শুরু হয়েছে। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কতা জারি করা হয়েছিল আগেই, অর্থাৎ রবিবার।

ডেপুটি চিফ ফায়ার অফিসার এ কে মালিক জানান, তাঁরা খবর পান যে চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। সন্ধ্যা ৭টা ২৯ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বিস্ফোরণে আশেপাশের ২২টি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার পর লোকনায়ক হাসপাতালে চিকিৎসকরা মৃত্যুর খবর নিশ্চিত করেন। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিও এবং ছবিতে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে।

প্রশাসন দ্রুত প্রায় ২০টি দমকল ইঞ্জিন পাঠায় এবং পর্যটকে ভরা এলাকা ঘিরে ফেলে। এক প্রত্যক্ষদর্শী এনডিটিভিকে জানান, বিস্ফোরণটি “খুব জোরে” হয়েছিল, এবং তাঁরা “বড় আগুনের গোলা” দেখতে পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *