রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ নভেম্বর : উধারবন্দ কেন্দ্রের অন্তর্গত হাতিছড়া জিপির ত্রিপাপুঞ্জি এলাকায় জাতীয় সড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে স্থানীয়রা মৃতদেহটি দেখতে পান। সড়কের পাশে মৃতদেহ পড়ে রয়েছে এ খবর ছড়িয়ে পড়লে লোকজনের ভিড় জমে উঠে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে ত্রিপাপুঞ্জি গ্রামরক্ষী বাহিনীর সম্পাদককে খবর জানান। পরে সম্পাদক বিষয়টি হাতিছড়ার ৬ নম্বর গ্রুপ সদস্য এবং শিলচর মালুগ্রাম থানায় অবহিত করেন।
খবর পেয়ে মালুগ্রাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তবে মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। বর্তমানে ঘটনার বিষয়ে পুলিশ প্রাথমিক তদন্ত চালিয়ে যাচ্ছে।


