চলছে বিহারে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ, সঙ্গে আটটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনও

১১ নভেম্বর : বিহার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ সকাল ৭টা থেকে শুরু হয়েছে। এই ধাপে দুই প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী (তারকিশোর প্রসাদ এবং রেণু দেবী), নীতিশ কুমারের ১০ জন মন্ত্রী এবং আরও তিনটি দলের রাজ্য সভাপতিও প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই দ্বিতীয় এবং শেষ ধাপে মোট ৩৭,০১৩,৫৫৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, যার মধ্যে ৫২৮,৯৫৪ জন প্রথমবারের মতো ভোট দিচ্ছেন। এ দিকে, সকাল ৯টা পর্যন্ত ১৪ শতাংশের বেশি ভোট পড়েছে।

এ ছাড়াও আজ বিহার বিধানসভা নির্বাচনের পাশাপাশি সাতটি রাজ্যের ৮টি বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে রয়েছে জম্মু ও কাশ্মীরের বুদগাম এবং নাগরোটা, রাজস্থানের আন্টা, ঝাড়খণ্ডের ঘাটশিলা (এসটি), তেলেঙ্গানার জুবিলি হিলস, পঞ্জাবের তরন তারান, মিজোরামের ডাম্পা এবং ওড়িশার নুয়াপাড়া। ফলাফল ১৪ নভেম্বর ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *