খাবারের লোভে বিয়েবাড়িতে ঢুকেছিল ১৪ বছরের কিশোর, CISF জওয়ানের গুলিতে মর্মান্তিক মৃত্যু

২ ডিসেম্বর : দিল্লির শাহদারা এলাকায় গত শনিবার সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। একটি বিয়েবাড়িতে খাবারের লোভে ঢুকেছিল ১৪ বছর বয়সী এক কিশোর, যার পরিণতি হলো ভয়াবহ। সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (CISF) এক হেড কনস্টেবল প্রথমে তাকে বেধড়ক মারধর করেন এবং পরে কথিত আছে যে তার মাথায় গুলি করে হত্যা করেন।

জানা গিয়েছে, নিহত কিশোরের নাম সাহিল, সে কাছেই একটি বস্তিতে থাকত। ঘটনাটি ঘটে এমএস পার্কের একটি কমিউনিটি সেন্টারে, যেখানে বিবাহ অনুষ্ঠান চলছিল। স্থানীয়দের দাবি, সাহিল শুধুমাত্র খাবার খাওয়ার ইচ্ছায় অনুষ্ঠানে ঢুকেছিল। এই সময় CISF হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারির সঙ্গে তার বচসা শুরু হয়। বিবাদ বাড়লে কনস্টেবল নিজের পিস্তল বের করে সাহিলের ওপর গুলি চালান। গুলি লাগার সঙ্গে সঙ্গেই ছেলেটি মাটিতে লুটিয়ে পড়ে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন

এক স্থানীয় বাসিন্দার ভাষ্য, “ছেলেটি বস্তিতে থাকত। তার বাবা সিরাজুদ্দিন দিনমজুর। শনিবার রাত দশটা নাগাদ সাহিল তার ছোট ভাই ও বন্ধুদের সঙ্গে মানসরোবর পার্ক কমিউনিটি সেন্টারে বরযাত্রার শোভাযাত্রা দেখতে গিয়েছিল। সেই সময় বর ঘোড়ায় চড়ে আসছিলেন এবং লোকজন নাচতে নাচতে টাকা ওড়াচ্ছিল। সাহিলও অন্য বাচ্চাদের সঙ্গে সেই টাকা কুড়োতে শুরু করে। এতেই ক্ষিপ্ত হয়ে বরযাত্রায় থাকা CISF হেড কনস্টেবল মদন গোপাল তিওয়ারি তাকে ধরে মারধর করেন এবং এরপর পকেট থেকে পিস্তল বের করে সরাসরি তার মাথায় গুলি করেন।”

এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মদন গোপাল তিওয়ারিকে গ্রেফতার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত কনস্টেবলের পোস্টিং উত্তর প্রদেশে। পুলিশ তার কাছ থেকে ব্যবহৃত পিস্তলটিও উদ্ধার করেছে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, “১৪ বছরের এক ছেলেকে গুলি করার ঘটনা সামনে এসেছে। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, কয়েকজনের সঙ্গে তার বচসা হয়েছিল। আমরা এই ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছি।”
খবর : বার্তা.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *