কোনও বিতর্ক নেই, শুধু ‘মিঞা’দেরই নোটিস পাঠানো হয়েছে: এসআর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

বরাক তরঙ্গ, ২৪ জানুয়ারি : রাজ্যে চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসআর) প্রক্রিয়া নিয়ে কোনও বিতর্ক নেই।ৃএই প্রক্রিয়ার আওতায় কোনো হিন্দু বা অসমিয়া মুসলমানকে কোনও নোটিস দেওয়া হয়নি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। শনিবার নলবাড়ি জেলায় এক কর্মসূচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মুখ্যমন্ত্রী বলেন, “ভোটার পুনর্বীক্ষণ অভিযানের সময় বাংলাভাষী মুসলমানদের জন্য সাধারণত ব্যবহৃত শব্দ ‘মিঞা’দেরই নোটিস দেওয়া হয়েছে। তাদের চাপের মধ্যে রাখতেই এই কাজ করা হয়েছে।” তিনি আরও বলেন, “এসআর নিয়ে কোনো বিতর্ক নেই। কোনো হিন্দু কি নোটিস পেয়েছে? কিংবা কোনো অসমিয়া মুসলমান কি নোটিস পেয়েছে? ‘মিঞা’ বা ওই ধরনের লোকদেরই নোটিস দেওয়া হয়েছে, না হলে আমাদের ওপর চাপ সৃষ্টি হতো।”

এদিকে, তাঁর সরকারের অধীনে ‘মিঞা’রা সমস্যার মুখোমুখি হবে—এমন পূর্ববর্তী মন্তব্য পুনরায় উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, লুকোনোর কিছু নেই, আমরা তাদের কষ্ট দিচ্ছি। তিনি আরও বলেন, এই ধরনের কার্যকলাপের উদ্দেশ্য হলো অসমিয়া সমাজের একাংশ শ্রেণির পক্ষ থেকে প্রতিরোধের বার্তা দেওয়া। মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কিছু ‘উৎপাত’ (দুষ্টামি) করব, তবে আইনের সীমার মধ্যে। আমরা দরিদ্র ও নিপীড়িত মানুষের সঙ্গে আছি, কিন্তু আমাদের ‘জাতি’ (সম্প্রদায়) ধ্বংস করতে চাওয়া লোকদের সঙ্গে নই।”

আগামী জনগণনায় অসমের জনসংখ্যার প্রায় ৪০ শতাংশ বাংলাভাষী মুসলমান হতে পারে—এমন পূর্ববর্তী দাবিও পুনরায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি আরও বলেন, কংগ্রেস বা অখিল গগৈ ক্ষমতায় এলে অসমে ‘মিঞা’র শাসন চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *