বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : মৃত্যুর পরে আরও এক বড় প্রাপ্তি অর্জন করলেন প্রাণের শিল্পী জুবিন গর্গ। মঙ্গলবার কটন বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মরণোত্তরভাবে জুবিন গর্গকে ডি.লিট (D.Litt) সম্মানে ভূষিত করা হয়। এদিন গুয়াহাটিস্থ শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রের শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহে কটন বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তন অনুষ্ঠানে জুবিন গর্গের উদ্দেশ্যে মরণোত্তরভাবে ডি.লিট সম্মান প্রদান করা হয়। তাঁর বোন পাল্মী বরঠাকুর অনুষ্ঠানে উপস্থিত থেকে এই সম্মান গ্রহণ করেন।
রাজ্যপাল তথা কটন বিশ্ববিদ্যালয়ের আচার্য লক্ষ্মণপ্রসাদ আচার্যের সভাপতিত্বে এদিনের সমাবর্তন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সেখানে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার পাশাপাশি গবেষক ছাত্রছাত্রী, শিক্ষার্থী এবং বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। সকলের সামনে ডি.লিট সম্মান গ্রহণের সময় আবেগপ্রবণ হয়ে পড়েন পাল্মী বরঠাকুর।
সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে জুবিনের বোন বলেন, “অ্যাকাডেমিক সম্মান খুব বড় বিষয়। দাদা সবসময় শিক্ষাক্ষেত্রকে উৎসাহ জুগিয়ে এসেছেন। আজ তিনি নেই, থাকলে খুব খুশি হতেন। আজ তাঁর জায়গায় আমি এই সম্মান গ্রহণ করলাম। আজ আমি আবেগাপ্লুত এবং গর্বিতও।”
এছাড়াও জুবিন গর্গ হত্যাকাণ্ডের চার্জশিট প্রসঙ্গে তিনি বলেন, “সাধারণ মানুষ যা জানে আমরাও তাই জানি। আমরা চাই চার্জশিটটি শক্তিশালী হোক। যেন কোনও ফাঁকফোকর না থাকে। অসমবাসী অপেক্ষা করে আছেন। দোষীর কঠোর শাস্তি হতেই হবে।”


