যুদ্ধের আবহে তিন গুণ আয় বাড়ল জেলেনেস্কির
১ এপ্রিল : টানা দুবছর ধরে চলেছে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ। তবে এই আবহে উঠে এল চাঞ্চল্যকর এক তথ্য। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, যুদ্ধের আবহে তার সম্পত্তির পরিমাণ তিনগুণ বেড়েছে।
২০২১ সালে তার সম্পত্তির পরিমাণ ছিল ইউক্রেনের মূল্যে ৩৭ লাখ রিভনিয়া। ২০২২ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৪ লাখ ২০ হাজার রিভনিয়া অর্থাৎ ৩ লাখ ৬ হাজার ডলার।
যুদ্ধের আবহে কি করে বাড়ল ইউক্রেনের প্রেসিডেন্টের অর্থ? এই নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টের দেয়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই তথ্য অনুসারে, জেলেনস্কির এই আয় হয়েছে তার বেতন, ব্যাংকের সুদ থেকে। প্রেসিডেন্ট জেলেনস্কি ও তার পরিবারের সদস্যরা ২০২২ সালে সরকারি বন্ড বিক্রি করে ৭৪ লাখ ৫০ হাজার ইউক্রেনীয় রিভনিয়া আয় করেছেন। তবে বর্তমানে তার কত সম্পত্তি রয়েছে তা এখন জানা যায়নি।