সোনাবাড়িঘাটে ব্যাডমিন্টনে দ্বিতীয়বারের মতো খেতাব দখল জামান জুটির

সোনাবাড়িঘাটে ব্যাডমিন্টনে দ্বিতীয়বারের মতো খেতাব দখল জামান জুটির

বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : সোনাবাড়িঘাট ব্যাডমিন্টন টুর্নামেন্টে দ্বিতীয়বারের মতো খেতাব করল জামান জুটি। মঙ্গলবার রাতে সোনাবাড়িঘাট ভিডিপি আয়োজিত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে পর পর দুই সেটে কালাইনের বুলবুল জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জামান জুটি। নাগাটিলার জামান লস্করের পার্টনার ছিলেন তাজেল বড়ভূইয়া এবং কালাইনের জুটি ছিল বুলবুল আহমেদ বড়ভূইয়া ও ফয়জুল ইসলাম লস্কর। জামান জুটি ২১-২২ ও ২১-১৮ পয়েন্ট পরাজয় করে কালাইনের জুটিকে।

সোনাবাড়িঘাটে ব্যাডমিন্টনে দ্বিতীয়বারের মতো খেতাব দখল জামান জুটির

খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দলকে সাত হাজার নগদ টাকা সহ দু’টি ট্রফি তুলে দেন অতিথিরা। রানার্স দলকে তিন হাজার টাকা সহ দু’টি ট্রফি দেওয়া হয়। তৃতীয় দল হিসেবে ফাইজ আহমেদ ও সেবুল আহমেদকে ট্রফি তুলে দেওয়া হয়েছে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ফকরুল ইসলাম বড়ভূইয়া। সম্মানিত অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন জিপি সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া, সাংবাদিক আশু চৌধুরী, নিউ ইয়ং স্টার ক্লাবের উপদেষ্টা সমসুর উদ্দিন আহমদ, ক্লাবের সভাপতি জামাল উদ্দিন, সম্পাদক নাজিম উদ্দিন, সমাজকর্মী জাবেদ চৌধুরী, রাকা মজুমদার, শিপন আহমেদ, আনসার মিয়া প্রমুখ। টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন ক্লাবের কর্মকর্তা ইকবাল হোসেন (পিন্টু) ও আবিদুর রহমান। পুরস্কার বিতরণী সভার শুরুতে বক্তব্য রাখেন সামসুল ইসলাম বড়ভূইয়া ও আশু চৌধুরী।

সোনাবাড়িঘাটে ব্যাডমিন্টনে দ্বিতীয়বারের মতো খেতাব দখল জামান জুটির

Author

Spread the News