মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : বিজেপির শ্রীভূমি জেলার যুব মোর্চার কার্যকরী কমিটির ‘আত্মনির্ভর ভারত’ ইনচার্জ পদে নিযুক্ত হলেন পাথারকান্দির লোয়াইরপোয়া মণ্ডলের যুব মোর্চার প্রাক্তন সভাপতি রামসকল কৈরি।সম্প্রতি শ্রীভূমি জেলা বিজেপির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাংগঠনিক সভায় জেলা বিজেপির সভাপতি সঞ্জীব বনিকের উপস্থিতিতে যুব মোর্চার শ্রীভূমি জেলা সভাপতি চিরব্রত চক্রবর্তী উপস্থিতিতে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি সুব্রত ভট্টাচার্য আনুষ্ঠানিকভাবে রামসকল কৈরির হাতে নিয়োগপত্র তুলে দেন।
উল্লেখ্য, রামসকল কৈরি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টির একজন নিষ্ঠাবান কর্মী হিসেবে সংগঠনের বিভিন্ন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে আসছেন। তিনি পূর্বে লোয়াইরপোয়া মণ্ডল যুব মোর্চার সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর নেতৃত্বে গেরুয়া ব্রিগেডের যুব শক্তি ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করে, যার ফলে এই শাখা সংগঠন দলীয় শীর্ষ নেতৃত্বের আস্থা ও বিশ্বাস অর্জনে সক্ষম হয়।নতুন দায়িত্ব লাভের পর রামসকল কৈরি পাথারকান্দির বিধায়ক তথা মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, জেলা বিজেপির সভাপতি, যুব মোর্চার জেলা সভাপতি সহ সমগ্র জেলা কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি তাঁর উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি আসন্ন ২০২৬ সালের নির্বাচনে দলকে আরও শক্তিশালী করতে যুব সমাজকে মাঠে নেমে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানান।


