পদব্রজে সনাতন ধর্ম প্রচারে উত্তরপ্রদেশের যুবক, সংবর্ধিত সলগইয়ে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৩১ জানুয়ারি : সনাতন ধর্মের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে হেঁটে বিভিন্ন রাজ্য ভ্রমণ করে করিমগঞ্জের সলগইয়ে পৌঁছালে সংবর্ধনা ভাসল উত্তরপ্রদেশের যুবক। সলগৈই বাজারের জনগণ সংবর্ধনা জানালেন উত্তরপ্রদেশের ভানু মহাজন নামে ওই যুবককে।
বুধবার দুপুরে ত্রিপুরা রাজ্য ভ্রমণ শেষে পদব্রজে পাথারকান্দির লোয়াইরপোয়া এলাকার সলগই বাজারে উপস্থিত হলে তাকে সংক্ষিপ্ত পরিসরে সংবর্ধনা জ্ঞাপন করেন বাজার কমিটি সহ ভিডিপি কমিটির কর্মকর্তারা। এতে ভানুবাবু নিজ প্রতিক্রিয়াতে জানান, তিনি গত দেড় বছর ধরে হেঁটে ইতিমধ্যে ভারতের কুড়িটি রাজ্য সহ বিভিন্ন মঠ মন্দির দেবালয় পরিক্রমা করে নিয়েছেন।এবার তিনি পাড়ি দিবেন নেপালে।পাঁচ বছরে তিনি নিজের কাঙ্খিত স্থান গুলো ঘুরে বেড়ানোর পণ করেছেন। এতে রয়েছে একান্ন শক্তিপীঠ, বারো জ্যোতিলিঙ্গ ও চারধাম সহ পাকিস্তান ও বাংলাদেশ ভ্রমণ।