নুনমাটিতে অস্ত্রসহ যুবক গ্রেফতার
বরাক তরঙ্গ, ৩ মে : নুনমাটিতে অস্ত্রসহ যুবক গ্রেফতার করা হল।গ্রেফতারকৃত যুবক নেপালের বাসিন্দা। ওই ব্যক্তি নয় বছর আগে ডিমাপুরে আসেন।
২২ এপ্রিলে ডিমাপুর থেকে গুয়াহাটিতে এসেছিল গ্রেফতার হওয়া ব্যক্তি। পিস্তলটি বিক্রির জন্য নাগাল্যান্ড থেকে গুয়াহাটিতে এসে ছিল। তার কাছ থেকে একটি. ২২ পিস্তল এবং ২১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। ডিমাপুর থেকে আসার পর নুনমাটিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন।