বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : বাংলাদেশে সংঘটিত একটি ঘটনাকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করার অভিযোগে রঙ্গিয়ার পর হাইলাকান্দি জেলা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম ইজাজুর রহমান লস্কর। তিনি শ্রীভূমি জেলার গামারিয়া গ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, বাংলাদেশে দিপুচন্দ্র দাস নামে এক হিন্দু যুবকের উপর প্রকাশ্য রাস্তায় হামলা ও তাকে অগ্নিসংযোগের অভিযোগ সামনে আসার পর গোটা ভারতের পাশাপাশি বরাক উপত্যকাতেও বাংলাদেশ-বিরোধী আন্দোলন শুরু হয়। এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইজাজুর রহমান লস্করের একটি সামাজিক মাধ্যম পোস্ট বরাক উপত্যকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
হাইলাকান্দি সদর পুলিশ ফাঁড়িতে নথিভুক্ত মামলা নম্বর ১৮৬/২৫-এর ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারের সময় অভিযুক্তের কাছ থেকে একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ধৃতকে আদালতে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।


