যোগ আত্মা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করে : পরিমল

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ জুন : সারা বিশ্বের সঙ্গে শিলচরেও যোগ দিবস পালন করা হয়। শুক্রবার শিলচর ইন্ডিয়া ক্লাব ইনডোর স্টেডিয়ামে দশম আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য।এদিন ৪৫ মিনিটের যোগা কর্মসূচিতে সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, জেলাশাসক রোহনকুমার ঝা সহ অনেকে উপস্থিত ছিলেন।

যোগ আত্মা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করে : পরিমল

এই অনুষ্ঠানে গত ১৫ জুন আয়োজিত যোগব্যায়াম প্রতিযোগিতার পুরস্কারও বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাংসদ শুক্লবৈদ্য বলেন, যোগের অনেক গুরুত্ব রয়েছে। যোগ আত্মা ও সমাজের মধ্যে সংযোগ তৈরি করে। এও বলেন, নিজেকে সুস্থ রাখতে সবাই যেন নিয়মিত যোগব্যায়াম করেন। রোগমুক্ত হলে চিকিৎসার উপর জোর দিতে হবে না।
একজন লোক সুস্থ জীবনযাপন করলে পরিবার সহ সমাজ উন্নত হয়।

Author

Spread the News