আলগিন গ্রান্টে ‘বয়স্কদের শিক্ষা কেন্দ্র’ খোলার সিদ্ধান্ত ইয়াসি-র

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি) চেংকুড়ি জিপি কমিটি আলগিন গ্রান্টে এক নাগরিক সভার আয়োজন করে। সোমবার দুর্গা মণ্ডপে প্রবীণ নাগরিক শঙ্কর রিকিয়াসানের সভাপতিত্ব সভায় বেশ কিছু স্থানীয় জ্বলন্ত সমস্যা নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায়, ইয়াসির চেনকুড়ি জিপি কমিটির সভাপতি অমিত গোয়ালা, ফাগুন রুহিদাস, সাধু গৌর, সুবোধ গোয়ালা প্রমুখ।

সভায় স্থানীয় বাসিন্দারা বিভিন্ন জ্বলন্ত সমস্যা ও কষ্টের কথা তুলে ধরেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল স্থানীয় চা-বাগানের শ্রমিক ও তাদের পূর্বপুরুষদের প্রভিডেন্ট ফান্ড যুগ যুগ ধরে ঝুলে আছে। আসন্ন পূজা উৎসবের পর ইয়াসি কেন্দ্রীয় কমিটি চেংকুড়ি বাগান নাচঘরে একটি ‘নাগরিক সভা’ ডাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে বৃহত্তর চেনকুড়ি এলাকার সমগ্র চা-বাগান সম্প্রদায়কে ডাকা হবে এবং আগামী প্রক্রিয়া ও আন্দোলন সম্পর্কে চূড়ান্ত আলোচনা করা হবে। যাতে সংশ্লিষ্ট সকল শ্রমিকরা তাদের অমীমাংসিত এবং দীর্ঘ প্রতীক্ষিত পিএফ পেতে পারেন। অন্যান্য গুরুতর বিষয়েও আলোচনা করা হয় সভায়।

এ ছাড়া শীঘ্রই আলগিন গ্রান্টে একটি ‘বয়স্কদের শিক্ষা কেন্দ্র’ খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১১ সদস্যের আহ্বায়ক ‘ইয়াসি’ আলগিন উপ-কমিটিও গঠন করা হয়। এ দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজকুমার রিকিয়াসন, দিলীপ কানু, ধনজয় রিকিয়াসন, সনাতন রবিদাস, শামলাল রী প্রমুখ। ইয়াসির কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় এই সব জ্বলন্ত সমস্যা মোকাবেলায় সব ধরনের সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দেন।

আলগিন গ্রান্টে 'বয়স্কদের শিক্ষা কেন্দ্র' খোলার সিদ্ধান্ত ইয়াসি-র
আলগিন গ্রান্টে 'বয়স্কদের শিক্ষা কেন্দ্র' খোলার সিদ্ধান্ত ইয়াসি-র

Author

Spread the News