প্রকৌশলী রত্নজ্যোতি দত্ত চৌধুরীর উপন্যাস “আনবাউন্ড লাভ” উন্মোচন
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : শিলচর প্রেসক্লাবে আয়োজিত এক সভার মাধ্যমে সোমবার প্রকৌশলী রত্নজ্যোতি দত্ত চৌধুরীর লেখা উপন্যাস “আনবাউন্ড লাভ”র তাৎপর্য জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি তাঁর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বিভিন্ন বক্তারা। উল্লেখ্য রত্নজ্যোতি দত্ত চৌধুরী একজন প্রকৌশলী হয়েও কর্মজীবনের জটিলতাকে উপেক্ষা করে সাহিত্যকে আলোকিত করে চলেছেন।
তাঁর লেখা উপন্যাস আনবাউন্ড লাভ একটি প্রেম কাহিনীর উপর আধারিত। যেখানে উত্তর-পূর্বাঞ্চলের অরুণাচল যার পটভূমিতে রয়েছে, পাশাপাশি ভারতের সংহতি, ইন্টিগ্রেশন, উত্তরপূর্বের মিলনের মধ্যে ঐক্য সহ দেশের বৈশিষ্ট্যের দিকগুলো তিনি এই উপন্যাসের মাধ্যমে তুলে ধরেছেন। উপন্যাস “আনবাউন্ড লাভ”র উন্মোচন সহ প্রেক্ষাপট তুলে ধরার পাশাপাশি প্রকৌশলী রত্নজ্যোতি দত্ত চৌধুরী সাহিত্য স্মৃতিতে উজ্জ্বল ইতিহাস ও পরম্পরাকে শক্তিশালী করেছে বলে এদিন আশা প্রকাশ করেছেন বিভিন্ন বক্তারা। তাঁর লেখা উপন্যাস “আনবাউন্ড লাভ” আগামীতে ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের ইংরাজি সাহিত্যে উল্লেখযোগ্য ছাপ রাখতে সক্ষম হবে বলেও জানিয়েছেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা। রত্নজ্যোতি দত্ত চৌধুরী ও উনার স্ত্রী নন্দীতাকে শুভেচ্ছা জানিয়ে উপন্যাসের সাফল্য কামনা করেছেন বক্তারা।