মেধা পরীক্ষা প্রতিযোগিতা সহ বেশকিছু কর্মসূচি হাতে নিল ইয়াসি

বরাক তরঙ্গ, ৭ জুলাই : মেধা পরীক্ষা প্রতিযোগিতার আয়োজন করছে ইয়ুথস এগেইনস্ট সোশ্যাল ইভিলস (ইয়াসি)। এ নিয়ে একটি উপ কমিটি গঠন করা হয়েছে। রবিবার ইয়াসির কোর কমিটির এক জরুরী সভা  শিলচর ইটখোলায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সভাপতি সঞ্জীব রায়ের সভাপতিত্ব সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পর কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্তের মধ্যে ছিল প্রয়াত সুদর্শন গুপ্তের প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ১১ আগস্ট রবিবার কাছাড় জেলা পর্যায়ের একটি মেধা পরীক্ষা প্রতিযোগিতার আয়োজন করা। ১ম সুদর্শন গুপ্ত মেমোরিয়াল স্কুল লেভেল মেধা পরীক্ষা প্রতিযোগিতা-২৪’ নামে প্রতিযোগিতাটি আয়োজন করা হবে।

প্রতিযোগিতাকে সফল করে তুলতে বন্দিতা ত্রিবেদী রায়কে চেয়ারপারসন, ড. মনোজকুমার সিংকে কো-চেয়ারম্যান, বিশাল রায়, দীপক বারোই ও সুমন ভট্টাচার্য সমন্বয়ে একটি ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়। এবং এক বিশেষ ব্যক্তিত্বকে চয়ন করতে (বরাক উপত্যকার একজন কবি/লেখক) ‘৭ম ছবি গুপ্তা স্মৃতি পুরস্কার-২৪’-এর জন্য জহর দে মজুমদারকে চেয়ারম্যান এবং বিক্রম রবিদাস, মান্না কর্মকার, আব্দুল মাশুক লস্কর ও কংকা বিশ্বাসকে নিয়ে ৫ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়েছে। এবং ‘তৃতীয় পার্থসারথি চন্দ স্মৃতি পুরস্কার-২৪’ এর জন্য  বিশেষ ব্যক্তিত্ব (শিক্ষাবিদ/শিক্ষক) নির্বাচন করতে, কাছাড়- করিমগঞ্জ-হাইলাকান্দি থেকে একজন করে চয়ন করতে প্রণয় নাগকে চেয়ারম্যান এবং সাঈদ আহমেদ বড়ভূইয়া, সন্দীপ শীল, সামসুল ইসলাম ও সুবীর সরকারকে সদস্য করে ৫ সদস্যের একটি উপ-কমিটি গঠন করা হয়। এই দু’টি পুরস্কারই দেওয়া হবে ৫ সেপ্টেম্বর।

বৃহত্তর শিলকুড়ি এলাকায় ক্রিকেটের প্রচারের জন্য, একটি আন্তঃস্কুল ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হবে, যেখানে এনআইটি থেকে শুরু করে ধোয়ারবন্দ পর্যন্ত এলাকা থেকে ২০টি স্কুল থাকবে। রঞ্জু চন্দ (ইয়াসির ক্রীড়া সম্পাদক) কে চেয়ারম্যান ও বাবুল আহমেদ বড়ভূইয়া, সঞ্জয়কুমার সিং, জাকির তালুকদার এবং জয় নারায়ণ সিংকে সদস্য করে একটি ৫ সদস্যের উপ-কমিটি গঠন করা হয়।

Author

Spread the News