হামাসের প্রধান হলেন ইয়াহিয়া
৭ আগস্ট : সম্প্রতি ইসমাইল হানিয়ের মৃত্যুর পর থেকে পরবর্তী হামাস প্রধানকে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে নতুন প্রধানের নাম ঘোষণা করল হামাস। স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি গোষ্ঠী হামাসের তরফে নতুন প্রধান করা হয়েছে ইয়াহিয়া সিনওয়ারকে।
জানা গিয়েছে, গাজার এক শরণার্থী শিবিরে জন্ম ৬১ বছর বয়সি নেতা ইয়াহিয়া সিনওয়ারের। ২০১৭ সালে হামাস নেতা হিসেবে স্বীকৃতি পান তিনি। তবে হামাসে যোগ দেওয়ার আগে ইজরায়েলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ছিলেন ইয়াহিয়া। বহুবছর তিনি জেলবন্দিও ছিলেন। হানিয়ার পর হামাসের সবচেয়ে শক্তিশালী নেতা হিসেবে মানা হয় ইয়াহিয়াকেই। ইজরায়েলি সেনাবাহিনী এই ইয়াহিয়াকেই গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলার অন্যতম মূল চক্রী হিসেবে মনে করে। ইজরায়েলে মোস্ট ওয়ান্টেড তালিকায় নাম রয়েছে নতুন হামাস প্রধানের।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়ে। শপথ গ্রহণ অনুষ্ঠানের ২৪ ঘণ্টা না কাটতেই তেহরানের গেস্ট হাউসে খুন হন হামাস প্রধান। খুন হন তাঁর দেহরক্ষীও। পরে জানা যায় গেস্ট হাউসের যে অংশে হানিয়ে ছিলেন সেখানে বোমা রাখা ছিল। পরবর্তীতে গভীর রাতে রিমোট কন্ট্রোলের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়। আর তাতেই মৃত্যু হয় হানিয়ের। এই ঘটনার জন্য ইজরায়েলকেই দায়ী করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ঘটনার দায় স্বীকার করেনি ইজরায়েল। ইতিমধ্যেই ইজরায়েলে সরাসরি হামলার হুমকি দিয়েছে ইরান। যে কোনও মুহূর্তে ইরান ও হেজবোল্লা একযোগে ইজরায়েলে হামলা চালাতে পারে বলে আশঙ্কাও করা হচ্ছে। এরই মধ্যে নতুন প্রধানের নাম ঘোষণা করল হামাস।