রামকৃষ্ণ নগরে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৬ জুন : করিমগঞ্জের রামকৃষ্ণ নগরে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী ধরা পড়ল। শনিবার রাতে গোপন সূত্রের খবরে ভিত্তিতে রামকৃষ্ণনগর পুলিশ ও বিএসএফের ইন্টেলিজেন্ট টিমের যৌথ অভিযানে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই পাচারকারী ধরা পড়ে। জানা গেছে, রামকৃষ্ণনগর থানা অধীন ছড়ারপার পেছাআলা এলাকা থেকে এএস ১০ এসি ৯৪৩৯ নম্বরের একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় তিন হাজার ইয়াবা ট্যাবলেট। পাশাপাশি দুই পাচারকারীকে আটক করা হয়।

রামকৃষ্ণ নগরে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক দুই

ধৃতরা হল আতিকুর রহমান ও সাহারুল ইসলাম। উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট বাজার মূল্য প্রায় ৬ কোটি টাকা হবে বলে মনে করছে পুলিশ ও বিএসএফ। এ সংবাদ সংগ্রহ পর্যন্ত ধৃত পাচারকারীকে থানায় আটকে পুলিশ টানা জিজ্ঞাসাবাদ জারি রেখেছে বলে জানা গেছে।

Author

Spread the News