সীমান্তবর্তী চণ্ডীনগর এলাকায় বাজেয়াপ্ত ৩ কোটি টাকার ইয়াবা
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : কাটিগড়ার বাংলাদেশ সীমান্তবর্তী চণ্ডীনগর এলাকায় বাজেয়াপ্ত করা হল নেশায় ব্যবহৃত ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। বাজেয়াপ্ত করা ট্যাবলেটের মূল্য ৩ কোটি টাকা। চণ্ডীনগর সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে পাচারের জন্য রাখা হয়েছিল এসব ট্যাবলেট। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার সকালে বিএসএফের সূত্রে খবর পেয়ে কাটিগড়া পুলিশ চণ্ডীনগর গিয়ে বাজেয়াপ্ত করে ট্যাবলেট। বাজেয়াপ্ত করা ১০ হাজার ট্যাবলেট মোড়া ছিল ৫০টি প্লাস্টিকের প্যাকেটে। বাংলাদেশে পাচারের জন্য এসব নিয়ে যাওয়া হয়েছিল সেখানে। এর সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে বর্তমানে এনিয়ে তদন্ত চলছে।
প্রসঙ্গত, বাংলাদেশে ইয়াবা ট্যাবলেটের চাহিদা প্রচুর। সেদেশের বিভিন্ন সংস্থার বাংলাদেশে গবেষণা অনুযায়ী নেশাগ্রস্তদের সিংহভাগই ইয়াবাসেবী। তাই মায়ান্মার থেকে নিয়ে আসা ইয়াবা ট্যাবলেট বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করে থাকে পাচারকারীরা।