বরাকের বাংলা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পদ ডিজিটাইজেশনে আগ্রহী ইউকিমিডিয়া
বরাক তরঙ্গ, ২৩ সেপ্টেম্বর : পাঠকের ভূগোল ভেঙ্গে দেওয়ার লক্ষ্য নিয়ে উইকিমিডিয়া ইউকি সংকলন নাম দিয়ে একটি মুক্ত পাঠাগার প্রকল্প হাতে নিয়েছে। যার উদ্দেশ্য হল বাংলা সহ পৃথিবীর বিভিন্ন ভাষার বইপত্র, দলিল দস্তাবেজ, প্রাচীন পত্র-পত্রিকার ডিজিটাইজেশন অর্থাৎ আন্তর্জালিকরণ। শিলচর বঙ্গ ভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতি ও আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের যৌথ আয়োজনে বাংলা, শিল্প সাহিত্য সাংস্কৃতিক সম্পদের ডিজিটাইজেশন বিষয়ক এক আলোচনাসভায়, বক্তব্য রাখতে গিয়ে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ইউজার গ্রুপ এর সদস্য ও রিসোর্স পার্সন তন্ময় বীর একথা বলেন।তিনি জানান,ইতোমধ্যে তাদের ইউকি সংকলনে পৃথিবীর বিভিন্ন ভাষার ১৩ হাজার গ্রন্থ ডিজিটাইজেশন করা হয়েছে। যা প্রায় এক কোটির অধিক লোক দেখেছেন এবং পাঠ করেছেন।
তন্ময় বীর বলেন, উইকিপিডিয়া কর্পোরেট মুক্ত এজটি অ-লাভজনক প্রতিষ্ঠান। এই সংকলনে গ্রন্থ ইত্যাদি ডিজিটাইজেশন করার জন্য লেখককে কোন ফিজ দিতে হয়না। তিনি আরও জানান এই সংস্থার সদস্যরা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী মনোভাব নিয়ে কাজ করছেন। উইকি সংকলনে বরাক উপত্যকার বাংলা সাহিত্য ও সংস্কৃতির মূল্যবান গ্রন্থ, দলিল দস্তাবেজও সারা বিশ্বের পাঠকের কাছে পৌঁছে দিতে আগ্রহী বলে জানান তন্ময়বাবু। প্রসঙ্গক্রমে তিনি জানান, এই উপত্যকার সন্তান বিশিষ্ট পন্ডিত ব্যক্তিত্ব অধ্যাপক ড.তপোধীর ভট্টাচার্যের কয়েকটি গ্রন্থ ডাক জিটাইজেশন করে মুক্ত পাঠাগারে রাখা হয়েছে। আলোচনা শেষে উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তন্ময় বীর ও ডাঃ বোধিসত্ত্ব মণ্ডল।
সঞ্জীব দেব লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই আলোচনাসভায় তন্ময় বীর প্রজেক্টারের মাধ্যমে কিভাবে এই মুক্ত পাঠাগারে কাজ করতে হয় তা হাতে কলমে অবহিত করেন।আলোচনারসভার প্রধান অতিথি আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য উইকিমিডিয়া গ্রুপের কাজকর্মের প্রশংসা করে বলেন,বিশ্বায়নের যুগে বিশেষ করে প্রান্তিক এলাকার লেখকদের লেখাগুলি আন্তর্জালিকরণের প্রয়োজনীয়তা রয়েছে। এতে বিশ্বের বিভিন্ন প্রান্তের পাঠকের কাছে তাদের লেখা সহজে পৌছে যাবে।যা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে সম্ভব নয়।
আলোচনার শুরুতে সভাপতি সঞ্জীব দেবলস্কর বরাক উপত্যকার বাংলা সাহিত্য ও ইতিহাসের লুপ্তপ্রায় গ্রন্থ এবং দলিল দস্তাবেজগুলি ডিজিটাইজেশন করার জন্য উইকিমিডিয়া গ্রুপের কর্মকর্তাদের কাছে আবেদন জানান। আলোচনায় অংশ নেন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কেন্দ্রীয় সমিতির সাধারণ সম্পাদক গৌতম দত্ত প্রমুখ।
আলোচনাসভার গ্রন্থনায় ছিলেন অন্যতম সমন্বয়ক মিলন উদ্দিন লস্কর। শুরুতে পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া ইউজার গ্রুপের দুই সদস্য তন্ময় বীর ও বোধিসত্ত্ব মন্ডল সহ অতিথিদের সম্মেলনের পক্ষ থেকে সম্মান জানানো হয়।