ধলাইয়ে বাইক ও চারচাকা বাহনের মুখোমুখি, আহত ১, ভাঙচুর
রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : ধলাইর সপ্তগ্রামে বাইক ও চারচাকা বাহনের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হলেন একজন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা গাড়িতে ভাঙচুর চালান। খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন সংবাদকর্মী। উপর আক্রমণ।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টা নাগাদ ৩০৬ নম্বর শিলচর-আইজল জাতীয় সড়কের সপ্তগ্রামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। একটি ব্যক্তিগত বাহন ও বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বাইক চালক এক যুবক। দুর্ঘটনার আওয়াজ শুনে জড়ো হন এলাকার লোকজন। আহত বাইক চালককে উদ্ধার করে ধলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠান। তবে তার নাম ও পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনার পর স্থানীয় উত্তেজিত কিছু জনতা দুর্ঘটনা সংঘটিত করা বাহনটিতে ভাঙচুর করার পাশাপাশি অগ্নিসংযোগের চেষ্টা করেন। ঘটনার খবরে ধলাই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পাশাপাশি দুর্ঘটনাগ্রস্থ গাড়ি ও বাইক উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে।
এদিকে, ঘটনার খবর সংগ্রহ করতে যাওয়া ধলাইর জনৈক সাংবাদকর্মীর উপর আক্রমণ চালায় একদল যুবক। তাঁর মোবাইল ফোন ছিনিয়ে নিতে টানাহেঁচড়া করা সহ নানা হুমকি দেয় তারা। এতে ওই সংবাদকর্মীর মোবাইল ফোনের ডিসপ্লে ভেঙেছে এবং ধস্তাধস্তিতে হাতে আঘাত লেগেছে।