রামকৃষ্ণনগরে অটো-ম্যাজিক ট্রাকের মুখোমুখি, হত মহিলা, আহত শিশু


মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৭ মে : ভয়ঙ্কর দুর্ঘটনা ! অটো ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এক মহিলা। গুরুতর আহত এক শিশু। ভয়াবহ দুর্ঘটনাই সংঘটিত হয় মঙ্গলবার দুপুরে রামকৃষ্ণনগরে। মৃত মহিলার নাম কলাবতী কুর্মী। হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তাঁরর পাঁচ বছর বয়সী নাতি অমৃত কুর্মী। জানা গেছে, আনিপুর থেকে রামকৃষ্ণনগর অভিমুখে আসা এমজেড ০১ টি ২৮৬৪ নম্বরের ম্যাজিক ট্রাকের সঙ্গে আনিপুর অভিমুখী এএস ১০ বিসি ০৭৯৫  নম্বরের অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষ এত তীব্র‌ ছিল যে অটোর ধাক্কায় ম্যাজিক ট্রাকটি লাইন চ্যুত হয়ে যায়। সংঘর্ষের ফলে অটোরিকশার সম্মুখভাগ সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় ও দু’জন আরোহীর মাথা ফেটে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়েন। যার মধ্যে ছিলেন ৫০ বছর বয়স্ক মহিলা কলাবতী কুর্মী ও তাঁর পাঁচ বছর বয়সী নাতি অমৃত কুর্মী। এতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামকৃষ্ণনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। কিন্তু তাঁদের অবস্থা সঙ্কটজনক থাকায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি এসকে রায় হাসপাতালে প্রেরণ করা হয়। হাইলাকান্দি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটে মহিলার। শিশুটির অবস্থা শোচনীয় থাকায় তাকে শিলচর মেডিক্য়াল কলেজ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়।

দুল্লভছড়া সংলগ্ন বাস্কালটিলা গ্রামের ওই শিশুটি মায়ের সঙ্গে রামকৃষ্ণনগর সংলগ্ন চুনাতিগোল গ্রামে মামার বাড়িতে বেড়াতে গিয়েছিল।‌ আজ দুপুরে মা ও দিদিমার সঙ্গে অটোরিকশা চেপে বাড়ি ফেরার পথে ঘটে বিপত্তি।

রামকৃষ্ণনগরে অটো-ম্যাজিক ট্রাকের মুখোমুখি, হত মহিলা, আহত শিশু
Spread the News
error: Content is protected !!