সোনাই চন্দ্রগিরি ক্লাবে বিশ্ব কবিতা দিবস উদযাপন বাঁধনের
বরাক তরঙ্গ, ২১ মার্চ : যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে বাঁধন ডেভেলাপমেন্ট কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের ব্যবস্থাপনায় “বিশ্ব কবিতা দিবস উদযাপন” করল সোনাই চন্দ্রগিরি ক্লাব। বৃহস্পতিবার ড. আব্দুল মতিন লস্করের পৌরোহিত্যে শুরু হয় অনুষ্ঠান।
অনুষ্ঠানের প্রথমেই স্বাগত বক্তব্য রাখেন মাহাজ আহমেদ লস্কর। উদ্বোধনী সঙ্গীত পরিবেশনা করেন রিয়া শর্মা এবং শ্রাবণী শর্মা। এ দিনের অনুষ্ঠানে স্ব-রচিত কবিতা পাঠ করেন রিফা বেগম লস্কর, সাইমা আক্তার লস্কর, মাহাজ আহমেদ লস্কর, গৌরব চাষা, জাবির আহমেদ লস্কর, আলপনা রানী দাস, দীপিকা দাস, সুভাষ চন্দ্র দাস, রূপক রায় সহ অন্যান্য ছাত্রছাত্রীরা।
কবিতার মধ্যে যে লুকিয়ে থাকে গভীর অর্থ, কবিতা যে সমাজকে তর্জনী সংকেত করে, কবিতার মাধ্যমে আবহমান তৈরি হয়েছে প্রতিবাদ, কবিতার শব্দই সব কথা নয়, নৈঃশব্দের মাঝে আছে কবিতার আসল রহস্য। এ কথাগুলে বলেন মাধবচন্দ্র দাস কলেজের বাংলা বিভাগের প্রধান ড. আব্দুল মতিন লস্কর। এ ছাড়া প্রাসঙ্গিক বক্তব্য রাখেন সুমিতা দাস। তিনি বর্তমান প্রজন্মকে কবিতা লিখতে এবং পড়তে আহ্বান জানান। কবিতাকে ধারণ করার মাধ্যমেই হৃদয়ের বিকাশ ঘটে। চিন্তাশক্তিকে বিকশিত করার মাধ্যম হিসেবে প্রথম সারিতেই কবিতাকে রাখতে হয় ইত্যাদি বিষয় উঠে আসে সুমিতার আলোচনায়। পৃথিবীর সমস্ত কবিদের প্রতি ভালবাসাএবং যারা আমাদেরকে তাঁদের কবিতাটুকু উপহার দিয়ে পরলোকে চলে গেছেন উনাদের শ্রদ্ধার্ঘ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন মাহাজ আহমেদ লস্কর।