সৎমায়ের অমানবিক নির্যাতন, গরম জল ঢেলে দিলেন কিশোরীর উপর

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : সৎমায়ের হাতে চরম নির্যাতনের শিকার কিশোরী। অবশেষে সৎমায়ের ঠাঁই হল জেল হাজতে। মাতৃহারা তিন ভাই দুই বোন সৎমায়ের হাতে দিনের পর দিন নির্যাতনের শিকার হয়ে আসছেন। এরমধ্যে দুই বোনের বিয়ে হলে গেলে ছোট বোন অর্থাৎ নবম শ্রেণির ছাত্রী তার উপর নির্যাতন বেড়ে যায়। সর্বক্ষণ সৎমা মারধর করা থেকে মানসিক নির্যাতন করে আসছেন। নির্দয়ভাবে গত ৪ নভেম্বর সোমবার পেছন দিক থেকে এসে ওই কিশোরীর উপর গরম জল ঢেলে দেন। এতে শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। মর্মান্তিক ঘটনাটি মোল্লাগঞ্জ বাটইয়া গ্রামের। সৎমায়ের অমানবিক ও জঘন্য ঘটনার পর কিশোরীর ভাই নিলামবাজার থানায় একটি এফআইয়ার দাখিল করেন।

অভিযোগের পর নিলামবাজার পুলিশ সৎমাকে গ্রেফতার করে। এরপর আদালতে তুললে আদালত জেল হাজতে পাঠিয়ে দেয়। মামলা তুলে নিতে সৎমায়ের ভাইয়েরা বারবার ফোনে হুমকি দমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা। এতে এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। এনিয়ে জেলাপ্রশাসন ও মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নিরাপত্তার দাবি জানান।

সৎমায়ের অমানবিক নির্যাতন, গরম জল ঢেলে দিলেন কিশোরীর উপর

জানা যায়, তাদের মা মারা যাওয়ার পর বাবা দ্বিতীয় বিয়ে করেন। এরপর থেকে তাদের কপালে আর সুখ ফিরেনি। বাবার বয়স হয়ে যাওয়ায় তার উপরও নির্যাতন করেন সৎমা। এ ঘটনায় গোটা এলাকায় নিন্দার ঝড় বইছে।

Author

Spread the News