বরাকে বিশ্ব হাঁপানি দিবস পালিত

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মে : প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্ব হাঁপানি দিবস পালন করা হয়। অ্যাস্থমা হল একটি দীর্ঘস্থায়ী শ্বাসযন্ত্রের অবস্থা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে, যার ফলে শ্বাসকষ্ট, কাশির মতো উপসর্গ দেখা দেয়৷ বুকে শক্ত হওয়া, এবং শ্বাসকষ্ট।” যদিও হাঁপানির কোনো প্রতিকার নেই, সঠিক কৌশল এবং জীবনধারা পরিবর্তনের মাধ্যমে এটি কার্যকরভাবে পরিচালনা করা যেতে পারে। হাঁপানি সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধি এবং যারা এতে ভুগছেন তাদের সময়মতো চিকিৎসা ব্যবস্থাপনা ও সহায়তা নেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হয় দিনটিতে। যার ব্যতিক্রম ঘটেনি এবারে বরাক উপত্যকায়। উপত্যকাজুড়ে এবারে কর্মসূচি গ্রহণ করে ইন্ডিয়ান অ্যাকাডেমি অব পেডিয়াট্রিক্স বরাক ভ্যালি শাখা। মঙ্গলবার উপত্যকার বিভিন্ন স্কুলে একযুগে দিবসটি উদযাপনের কর্মসূচি গ্রহণ করেন সংস্থার শিশুরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

এদিন কাছাড় জেলার ১১টি , করিমগঞ্জ এবং হাইলাকান্দি জেলায় ১টি স্কুলে দিনটি উদযাপনের গুরুত্ব আরোপ করে সচেতনতা ও এর থেকে প্রতিরোধ বিষয়ে আলোকপাত করেন বিশেষজ্ঞরা। বিশেষ করে স্কুল স্তরে এনিয়ে আলোচনার সুফল দীর্ঘস্থায়ী বলেই দিবসটি বিদ্যালয় পড়ুয়াদের সামনে উপস্থাপন করা হয়। শৈশবে হাঁপানি রোগের বিপদসঙ্কেত বিষয়ে বিস্তর আলোচনা সহ ইনহেলার থেরাপি প্রয়োগের প্রর্দশন করা হয়। এদিন কাছাড় জেলার স্কুল সমুহে সচেতনতা সভা ও থেরাপি প্রয়োগের প্রর্দশন বিষয়ে আলোকপাত করেন সংগঠনের বরাক ভ্যালি শাখা সচিব ডাঃ পিনাকী চক্রবর্তী, ডাঃ প্রিয়ঙ্কা দেব,  ডাঃ এস ডাম, ডাঃ কেশব পাটিকর, ডাঃ কল্লোল ভট্টাচার্য, ডাঃ দীপাশ্রী , ডাঃ ডিজে নাথ, ডাঃ জেনিত, ডাঃ হামিদ, ডাঃ নাজিয়া, ডাঃ এস কে দেবনাথ ও ডাঃ হামিদা সুলতানা।

বরাকে বিশ্ব হাঁপানি দিবস পালিত

করিমগঞ্জ গভঃ এইচ এস স্কুলে করেন ডাঃ রিতম দাস ডাঃ বুরহান উদ্দিন। হাইলাকান্দি প্যারামাউন্ট স্কুলে করেন ডাঃ সামসুল হুদা ও ডাঃ হারিস। কাছাড়ে অনুষ্ঠিত স্কুল সমুহের মধ্যে রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় এনআইটি, সেন্ট ক্যাপ্টিয়ানো স্কুল, শিলচর অম্বিকাপট্টিস্থিত দুর্গাশঙ্কর পাঠশালা, নিউ ঘুংঘুর এলপি স্কুল, দিল্লি পাবলিক স্কুল, অরুণ কুমার চন্দ্ প্রাইমারি স্কুল, হোলি ক্রস স্কুল শিলচর, সরলা বিরলা স্কুল শিলচর, ডন বসকো স্কুল শিলচর, আইরিশ ইন্টারন্যাশনাল স্কুল, বদরপুর প্যারাগন স্কুল।

Author

Spread the News