‘লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি’ শীর্ষক কর্মশালা রাধামাধব কলেজে

মেয়েদের সুরক্ষার আইন সঠিক অর্থে বাস্তবায়ন নিয়ে আলোচনা আইনজীবী দেবমিতা____

বরাক তরঙ্গ, ১০ ফেব্রুয়ারি : রাধামাধব কলেজ ইন্টারনেল কমপ্লেইন্টস কমিটি (আইসিসি) এর উদ্যোগে এবং রাধামাধব কলেজ মহিলা সেলের সহযোগিতায় শনিবার কলেজ প্রেক্ষাগৃহে “কর্মক্ষেত্রে লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি” এর উপর এক কর্মশালা আয়োজিত হয়। রাধামাধব কলেজ অধ‍্যক্ষ ডঃ দেবাশিস রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের কর্মশালায় রিসোর্স পার্সন হিসাবে উপস্থিত ছিলেন যথাক্রমে আইনজীবী দেবমিতা চক্রবর্তী ও লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর পাব্লিক রিলেশন অফিসার সব্যসাচী রুদ্র গুপ্ত।

'লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি' শীর্ষক কর্মশালা রাধামাধব কলেজে

এদিনের আমন্ত্রিত অতিথিদ্বয় ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে তাদের বক্তব্যে বিশেষ করে মেয়েদের সুরক্ষার ক্ষেত্রে যেসব আইন প্রণয়ন করা হয়েছে তা সঠিক অর্থে বাস্তবায়ন করতে হলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত এবং উপযুক্ত সময়ে কিভাবে পদক্ষেপ নিলে বড় ধরণের ঘটনা থেকে ছেলেরা বা মেয়েরা রক্ষা পেতে পারে সেই সব দিকে তাদের দৃষ্টি নিক্ষেপ করেছেন। আমন্ত্রিত অতিথিদ্বয় নিজ বক্তব্যের পর পুনরায় ছাত্রছাত্রীদের সঙ্গে মত বিনিময় করেন। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে উপরোক্ত বিষয় নিয়ে দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয় এবং তা নিরসনের উপায় বের করার আহ্বান জানানো হয়। অত্যন্ত সাবলীল ভাষায় উত্থাপিত প্রশ্নের জবাব দেন এদিনের আমন্ত্রিত অতিথি দেবমিতা চক্রবর্তী ও সব্যসাচী রুদ্র গুপ্ত। ছাত্র ছাত্রীদের এব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান তারা।

'লিঙ্গ সংবেদনশীলতা ও যৌন হয়রানি' শীর্ষক কর্মশালা রাধামাধব কলেজে

উল্লেখ্য, এদিনের কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কলেজ অধ‍্যক্ষ দেবাশিস রায়, আইকিউএসির কো-অর্ডিনেটর সোনালি চৌধুরী, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান তথা কলেজ আইসিসি আহ্বায়ক রাহুল চক্রবর্তী, রাধামাধব কলেজ মহিলা সেলের আহ্বায়ক নবনিতা দেবনাথ প্রমুখ। সভা সঞ্চালনা করেন আইকিউএসির সহকারী কো-অর্ডিনেটর স্বর্ণালী রায় চৌধুরী। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক অরুণাভ ভট্টাচার্য।

Author

Spread the News