শিল্প-সাহিত্যের ডিজিটাইজেশন নিয়ে শিলচরে কর্মশালা ও আলোচনাসভা ২১শে

বরাক তরঙ্গ, ১৫ সেপ্টেম্বর : পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ইউজার গ্রুপ -এর উদ্যোগে এবং আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ ও বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের যৌথ সহযোগিতায় বরাকে একদিনের উইকি সোর্স -এর কর্মশালা এবং শিল্প সাহিত্যের ডিজিটাইজেশন বিষয়ক বিশেষ আলোচনাসভার আয়োজন করা হয়েছে। কর্মশালা ২০ সেপ্টেম্বর আসাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে এবং বিশেষ আলোচনাসভা ২১ সেপ্টেম্বর বিকেল ৪-৩০ মিনিটে শিলচরে বঙ্গ ভবনের সভাগৃহে অনুষ্ঠিত হবে।

বঙ্গ ভবনের আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তপোধীর ভট্টাচার্য। এছাড়াও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ইউজার গ্রুপ এর বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে হাতে কলমে আলোচনা করবেন। কর্মশালা এবং আলোচনাসভায় বরাক উপত্যকার শিল্পী, কবি-সাহিত্যিক, সাংবাদিক, বিভিন্ন স্কুল কলেজের  গ্রন্থাগারিক এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টদের সক্রিয় উপস্থিতি কামনা করেছেন তিন আহ্বায়ক যথাক্রমে আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য, বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের সমন্বয়ক মিলন উদ্দিন লস্কর ও পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান ইউজার গ্রুপ সদস্য তন্ময় বীর।

শিল্প-সাহিত্যের ডিজিটাইজেশন নিয়ে শিলচরে কর্মশালা ও আলোচনাসভা ২১শে
শিল্প-সাহিত্যের ডিজিটাইজেশন নিয়ে শিলচরে কর্মশালা ও আলোচনাসভা ২১শে

Author

Spread the News