লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সরবরাহ, গুরুতর আহত কর্মী

মোহাম্মদ জনি, করিমগঞ্জ
বরাক তরঙ্গ, ৩ ফেব্রিয়ারি : লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুতের সংস্পর্শে এসে আহত হলেন এক বিদ্যুৎ কর্মী। এতে বরাতজোরে প্রাণ রক্ষা হয় বিদ্যুৎ কর্মীর। ঘটনাটি সংঘটিত হয়েছে লোয়াইরপোয়া বিদ্যুৎ বিভাগের আওতাধীন বাজারিছড়া জিপির ছাগলমোহা গ্রামে। জানা গেছে, গুরুতর আহত বিদ্যুৎ কর্মী রাজেশ ত্রিপুরা বর্তমা‌নে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর বা‌ড়ি ছাগলমোহা গ্রামে।

এ ম‌র্মে আহত রাজেশের বাবা মোহন ত্রিপুরা জানান, তাঁর ছেলে রাজেশ লোয়াইরপোয়া এপিডিসিএল কার্যালয়ের অধীনে অস্থায়ী বিদ্যুৎ কর্মী হিসেবে কাজ করে আসছে। প্রতিদিনের ন্যায় শনিবার সকালেও রাজেশ কাজে উদ্দেশ্য বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে সকাল সাড়ে নয়টা নাগাদ বাড়িতে খবর আসে সে বিদ্যুতের সংস্প‌র্শে এসে দুর্ঘটনাগ্রস্থ হয়েছে রাজেশ। এমন খবর পেয়ে তড়িঘড়ি করে পরিবারের লোক সহ গ্রামের জনগন অকুস্থ‌লে পৌ‌ঁছে তাঁকে উদ্ধার করে বাজারিছড়া মাকুন্দা খ্রিস্টিয়ান লেপ্রসি অ্যান্ড জেনারেল হাসপাতালে নিয়ে যান। এতে কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা-নিরিক্ষা করে তার অবস্থা সঙ্ককটজনক হওয়া‌য় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।

লাইনে কাজ করার সময় বিদ্যুৎ সরবরাহ, গুরুতর আহত কর্মী

মোহনবাবু আরও জানান, দুর্ঘটনার পর তাঁর সঙ্গে থাকা বিদ্যুৎ কর্মীর কাছ থেকে জানতে পারেন তারা যখন উচ্চক্ষমতা সম্পন্ন এই বৈদ্যুতিক লাইনে কাজ করছিলেন তখন লাইনের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে কাজ শুরু করেন। কিন্তু কাজ শেষ হওয়ার আগে লাইনে বিদ্যুৎ সংযোগ হওয়াতে এই দুর্ঘটনা ঘটেছে। এ সময় তার এক সহকর্মী যুবক ইলেকট্রিক পোস্টে থাকা রাজেশকে শুকনো বাঁশের সাহায্যে আঘাত করে নিচে নামায়। এতে বরাতজোরে প্রাণ রক্ষা হয় বিদ্যুৎ কর্মী রাজেশের।

Author

Spread the News