শিলচরে মহিলাদের হৃদয় মাস পালন ফোরামের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ মার্চ : মঙ্গলবার শিলচর গান্ধী ভবনে আসাম হার্ট কেয়ার সোসাইটির মহিলা ফোরামের আয়োজিত “মহিলা হৃদয় মাস” কার্যক্রমের মধ্যে  ছিল জনসচেতনতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানটির শুভারম্ভ হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। ভিন্নতা এনে প্রদীপ প্রজ্বলন করানো হয় ফকির টিলা স্থিত জীবদ্বীপ বৃদ্ধাশ্রমের আবাসিকরা। মঞ্চে উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানের মূখ‍্য অতিথি তথা সোসাইটির সভাপতি ডা. নির্মলকান্তি ভট্টাচার্য, শিলচরের প্রাক্তন বিধায়ক দীলিপ পাল , কিশোর ভট্টাচার্য, সাধন পুরকায়স্থ, আয়োজক সংস্থার মহিলা চাপ্টারের ভাইসচেয়ারম্যান স্বর্ণালী চৌধুরী, গোপা চৌধুরী, ভাস্কর দাস প্রমুখ‍।

এদিনের আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ডা. নির্মলকান্তি ভট্টাচার্য বলেন, বিগত দিনের তুলনায় মহিলাদের মধ্যে বর্তমানে মহিলাদের মধ্যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক আক্রান্তের সংখ্যা দ্রুতভাবে বাড়ছে। তাই সচেতনতা বাড়ানোর আবেদন রাখেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট এবং হার্ট কেয়ার সোসাইটির সভাপতি ডা. নির্মল কান্তি ভট্টাচার্য্য মঙ্গলবার শিলচরে গান্ধী ভবনে অসম হার্ট কেয়ার সোসাইটির মহিলা ফোরামের শিলচর চ‍্যাপটারের আয়োজিত ‘মহিলাদের হৃদয় মাস’ উদযাপিত সচেতনতা শিবিরের  তিনি বলেন, মহিলাদের মধ্যে ক্যান্সার আমাদের উদ্বেগের বিষয় কিন্তু হৃদরোগ বড় সমস্যা সৃষ্টি করে। এক পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, স্তন ক্যান্সারে ৩০ জন আক্রান্তের মধ্যে ১ জন মারা যান। ৪ জনের মধ্যে ১ জন হৃদরোগে মারা যান। হার্ট অ্যাটাক দুই ধরনের হয় ব্রেন এবং হৃদযন্ত্রে হয়। সঠিকভাবে রক্ত সঞ্চালন করতে না পারাই ইহার কারণ। তিনি লাইফ- স্টাইল পরিবর্তনের মাধ্যমে নিজেকে সুরক্ষিত রাখার আবেদন রাখেন।

শিলচরে মহিলাদের হৃদয় মাস পালন ফোরামের

এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীলিপ পাল বলেন, অসম হার্ট কেয়ার সোসাইটির মহিলা ফোরামের এই অভিনব প্রয়াসে মহিলা সমাজ বিশেষ উপকৃত হবেন। মায়েদের হৃদয় সবসময়ই শক্তিশালী ভালবাসায় ভরপুর। তাই তাদের বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন। সাধন পুরকায়স্থ বলেন, সংগঠনের এইধরনের প্রয়াসের সাধুবাদ জানিয়ে মহিলাদের হার্টের যত্ন নেওয়ার ব‍্যাপারে সচেতনতা বাড়ানোর আবেদন রাখেন। কিশোর ভট্টাচার্য বলেন,নিজের হার্ট অ্যাটাক হওয়ার পর থেকে লাইফস্টাইল পরিবর্তন করে দিব‍্যি কাজ কর্ম করছেন। তাই সকলকে নিজের শরীরের ওপর নজর দেওয়ার আবেদন রাখেন।

শিলচরে মহিলাদের হৃদয় মাস পালন ফোরামের

স্বর্ণালী চৌধুরী বলেন, এবছর ২৫ বছর উদযাপন করছে অসম হার্ট কেয়ার সোসাইটি। প্রতিষ্টাতা সভাপতি ডা. নির্মল কান্তি ভট্টাচার্য্যে নিরলস পরিশ্রমে সংস্থার মহিলা ফোরাম গঠিত হয়েছিল। এদিন, আসম হার্ট কেয়ার সোসাইটির মহিলা ফোরামের শিলচর চ‍্যাপটারের তরফে সম্মাননা প্রদান করা হয় বৃদ্ধাশ্রমের থেকে আগত অসীত কুমার আচার্য, গীতেশ চন্দ্র পাল, মলিনা চৌধুরী, প্রতিভা রায়, এছাড়াও বিশিষ্ট শিক্ষাবিদ সুমিত্রা দত্ত, মনোজিৎ বনিক, প্রীয়াঙ্কা দত্ত, শুভজ‍্যোতি চক্রবর্তী, পার্থপ্রতীম চক্রবর্তী ও নিলাভ চৌধুরী প্রমুখ‍। এছাড়াও এদিনের অনুষ্ঠানে নির্মলকান্তি ভট্টাচার্যকে সম্মাননা প্রদান করা হয় লায়েন্স ক্লাব অব সিগনেচার, নিক্কন সংস্থা, অসম হার্ট কেয়ার সোসাইটি মহিলা ফোরাম। নিক্কন সংস্থার পক্ষ থেকে শুভ্রাংশু নাথ সহ অন‍্যানরা স্বর্ণালী চৌধুরীকে সম্মাননা প্রদান করে। এদিনের অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় পরিচালনা করেন গোপা চৌধুরী, ভাস্কর দাস।

Author

Spread the News