নারী দিবস পালন কাশীপুর সিআরপিএফ ক্যাম্পে
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : কাশীপুর ১৪৭ নং সিআরপিএফ ব্যাটালিয়ন সদর দফতরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয় নানান কার্যসূচির মধ্যে দিয়ে। শনিবার এই আয়োজনে ব্যাটালিয়নের জওয়ানদের স্ত্রী ও পরিবারের সদস্যরা এবং ক্যাম্পের আশ-পাশে বসবাসকারী মহিলাদেরও আমন্ত্রণ জানানো হয়।আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১৪৭ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট মহোদয়ের স্ত্রী সি জ্যাকুলিন, প্রধান অতিথি আসাম পুলিশের সদর সাউথ রেঞ্জ শিলচরের ডিআইজিপি-র স্ত্রী সঞ্জীতা শইকিয়া এবং উপস্থিত সকল মহিলাদের আন্তরিক অভিবাদন জানান ও শুভেচ্ছা জানান। সি জ্যাকুলিন আরও বলেন যে, নারী দিবস উদযাপনের মূল উদ্দেশ্য নারীদের সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মজীবন এবং অধিকার রক্ষার জন্য সুযোগের অনুসন্ধান করা। এই দিনটি বর্তমানে দেশ ও বিশ্বের রাজনৈতিক ও সামাজিক স্তরে নারীর অধিকার সমতার গুরুত্ব বোঝাতে পালিত হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ব্যাটালিয়ন সদর দফতরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং ১৪৭ নং ব্যাটালিয়নের এজি ১৪৭নং সমবায়, শচীনপুরে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে, দ্বিতীয় কামান্ড অফিসার রবি মিশ্র ১৪৭ ব্যাটালিয়ন উপস্থিত সকল মহিলাদের আন্তর্জাতিক নারী দিবসের জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা জানান এবং অতিথিদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হয়।
