হাইলাকান্দি সিভিল হাসপাতালের রোটারির পুষ্টিকর খাদ্য বিতরণ
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : হাইলাকান্দি রোটারি ক্লাবের পক্ষ থেকে মাতৃ ও সন্তানদের মধ্যে পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মূলত রোটারির প্রসুতি ও শিশু স্বাস্থ্য সচেতনতা মাস উপলক্ষে রবিবার এসকে রায় সিভিল হাসপাতালের ম্যাটারনেটি ওয়ার্ডে রোটারি ক্লাবের পক্ষ থেকে রোটারেক্ট ক্লাবের সদস্য সহ এক প্রতিনিধি দল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করে।
হাসপাতালের জন্য বিশেষ কিছু করা যায় কি না তা খতিয়ে দেখেন ক্লাবের প্রাক্তন সভাপতি সমীরণ পাল, হরকিশোর চন্দ, শংকর চৌধুরী প্রমুখ। ক্লাব সদস্য আইনজীবী কামাল হোসেন চৌধুরী ও বিভিন্ন ব্যাপার খতিয়ে দেখতে মতামত পোষণ করেন। প্রাক্তন সভাপতি হরকিশোর চন্দ জানান বিগত দিনে হাসপাতালে বিভিন্ন কিছু দান করা হয়েছে। যা আগামী দিনেও অব্যাহত থাকবে।