বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : সোনাইয়ের সুন্দরী প্রথম খণ্ডে ধানক্ষেতের মাঠ থেকে নিখোঁজ মহিলার লাশ উদ্ধার হল।
সোমবার সকালে মহিলার মৃতদেহটি ধান ক্ষেতের মাঝখানে পড়ে থাকতে দেখেন সন্ধানে বের হওয়া লোকরা। এ খবর ছড়িয়ে পড়তেই লোকজনের ভিড় জমে উঠে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ।
জানা যায়, রবিবার দুপুরে গরুর ঘাস আনতে ঘর থেকে বের হলে আর ফিরেননি মনোয়ারা বেগম নামে ওই মহিলা। এরপর অনেক খোঁজাখুঁজি ঘরে কোন সন্ধান পাওয়া যায়নি। সকালেই বছর পঞ্চাশের মহিলার মৃতদেহ ধানক্ষেতের মাঝখানে আবিষ্কার হয়। হৃদরোগের আক্রান্ত হয়ে প্রাণ হারান না পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এ নিয়ে গোটা অঞ্চলে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।



