বরাক তরঙ্গ, ২৪ নভেম্বর : প্রাতঃভ্রমণে বেরিয়ে বন্য হাতির আক্রমণে প্রাণ হারালেন এক মহিলা। আহত হয়েছেন আরও একজন মহিলা। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নগাঁওয়ের কামপুরের নাইপাম রংলুমুখে। সোমবার সকালে বন্য হাতির আক্রমণে মৃত্যু হয় রিপুমণি দাস নামে মহিলার। আহত হন মাধবী দাস।
তাঁরা যখন সকালে হাঁটার জন্য বের হচ্ছিলেন তখন একটি বন্য হাতির আক্রমণে আক্রান্ত হন। এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। পাশাপাশি বন বিভাগের বিরুদ্ধে ক্ষোভ পরিলক্ষিত হয়।


