নিজের সন্তানসহ চার শিশুকে খুন মহিলার, গ্রেফতার

৪ ডিসেম্বর : ভারতের হারিয়ানায় চার শিশুকে হত্যার অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করল পুলিশ। বুধবার পানিপথ পুলিশ পুনম নামে ওই মহিলাকে প্রথমে তার ৬ বছরের ভাইঝি বিধিকে হত্যার অভিযোগে আটক করে। পরে তদন্তে জানা যায়, তিনি আরও তিন শিশুকে খুন করেছে। যার মধ্যে তাঁর নিজেরই সন্তান ছিল।

জিজ্ঞাসাবাদে পুনম পুলিশকে জানায়, তিনি তিনটি মেয়েকে হত্যা করেছে। এছাড়া সন্দেহ এড়াতে নিজের ছেলেকেও হত্যা করেছিল বলে স্বীকার করেন।

জানা গিয়েছে, এক আত্মীয়ের বিয়েতে অংশ নিতে পরিবারের সঙ্গে সোনিপথ থেকে পানিপথে এসেছিল বিধি। তার সঙ্গে ছিলেন দাদা-দিদা, বাবা-মা এবং ১০ মাসের ছোট ভাই।

১ ডিসেম্বর বিধি নিখোঁজ হয়ে যায়। কিছুক্ষণ পর তার দিদা লক্ষ্য করেন যে প্রথম তলার একটি স্টোররুম বাইরে থেকে বন্ধ। দরজা খুলতেই বিধিকে অচেতন অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর বিধির বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপর পুলিশ সুপার ভূপেন্দ্র সিং আইপিএস-এর নেতৃত্বে তদন্ত শুরু হয় এবং পুনমকে গ্রেফতার করা হয়।

তদন্তে উঠে এসেছে যে ২০২৩ সালে পুনম তার দেবরের মেয়েকে হত্যা করেছিলেন। একই বছরে নিজের ছেলেকে পানিতে ডুবিয়ে হত্যা করে সে। চলতি বছরের আগস্টে সিওয়া গ্রামে আরও এক শিশুর মৃত্যুর ঘটনাতেও তার জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *