নির্মাণের দু’বছরের মধ্যেই ধসে পড়ল সেতুর ওয়াল ও অ্যাপ্রোচ
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১৫ জুন : করিমগঞ্জ জেলার পাথারকান্দির হাতিরগুলস্থিত গ্রামের পাকা সেতু ভেঙে পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।স্থানীয়দের অভিযোগ মতে নির্মাণের মাত্র দু’বছরের অতিক্রান্ত হওয়ার আগেই সড়ক ও সেতু ধসে পড়েছে। স্থানীয় জনগণের অভিযোগের ভিত্তিতে শুক্রবার পাথারকান্দি ব্লক মণ্ডল বিজেপির সভাপতি শশীবাবু সিনহা সহ এক প্রতিনিধি দল সড়ক সহ সেতুটি পরিদর্শন করে বিষয়টি পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পালের নজরে আনেন।
এলাকার জনগণ বলেন, নির্মাণকাজ নিম্নমানের হওয়ায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেন বলেন গর্ত না করে পিসিসি ঢালাইয়ের কাজ সেরে নেওয়ায় সেতুর ওয়াল সহ অ্যাপ্রোচ খসে পড়ছে। এতে আতঙ্ক বোধ করছেন এলাকাবাসী হাজার হাজার জনগণ।কেননা গুরুত্বপূর্ণ এই সড়কটি এই ভারত-বাংলা সীমান্তবর্তী এলাকার প্রায় পঞ্চাশ হাজার মানুষ সহ সীমান্ত রক্ষার দায়িত্ব থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর জওয়ানরাও প্রতিদিন ব্যবহার করেন। অতি শীঘ্রই সংস্কার করা না হলে বর্তমান বৃষ্টি ও বর্ষার সময়ে সড়ক সহ সেতুটি যে কোনও বন্ধ হয়ে পড়ার আশঙ্কা থাকছে। এলাকার জনগণ সহ সীমান্তরক্ষী ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরাও যাওয়া আসা করতে সমস্যা সম্মুখীন হবেন তা আর বলার অপেক্ষা রাখে না। এলাকার জনগণ স্থানীয় সার্কল অফিসার, করিমগঞ্জের জেলাশাসক সহ পাথারকান্দির বিধায়কের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।