বিয়ের নয়দিনের মধ্যে স্ত্রীর গলা কাটা লাশ ও স্বামীর ঝুলন্ত দেহ উদ্ধার বদরপুরে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২২ জুলাই : গায়ে হলুদ আর হাতের মেহেন্দি মিটলো না এমন এক দম্পতির লাশ উদ্ধার হল। বিয়ের নয়দিনের মধ্যে দম্পতির লাশ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বদরপুরের কালাইরবন্দ এলাকায়। ঘরের ভেতর নববধূর গলা কাটা আর স্বামীর দেহ ঝুলিয়ে রয়েছে। সোমবার সকালে এমন নৃশংস ঘটনাটি পরিবারের লোকদের চোখে পড়ল। এমন দৃশ্য দেখার পর হুলস্থুল শুরু হয়। রোল ওঠে কান্নার।
জানা যায়, নয় দিন আগে রতন পালের সঙ্গে বারইগ্রামের মাম্পি মালাকারের বিয়ে হয়। দাম্পত্য জীবনের এক সপ্তাহ হতে না হতেই এমন কাণ্ডে জনমনে নানা প্রশ্ন উঁকি মারছে। কেউ কেউ সন্দেহ দাম্পত্য জীবনে হতাশা নিয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীর গলা কেটে হত্যা করে স্বামী ফাঁসিতে ঝুলে আত্মঘাতী হন। আবার কেউ কেউ তৃতীয় কোন ব্যক্তি জড়িত থাকার সন্দেহ করছেন।
রতনের দিদির স্বামী জানান, রাতে দোকান এসে ভাত খেয়ে দু’জন তাদের কোঠায় চলে যায়। সকালে ঘুম থেকে উঠছে না দেখে ডাকাডাকি করলে কোন সাড়া মেলেনি। এরমধ্যে তার ছেলে জানালার ফাঁক দিয়ে দেখে জানায় মামা ফাঁসি লেগে রয়েছে। এরপর দৌড়ে এসে দরজা ভেঙে দেখতে পান রতন সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় রয়েছে। মাম্পি নিচে রক্তাক্ত মৃতদেহ।
খবর পেয়ে বদরপুর পুলিশ পৌঁছে প্রাথমিক তদন্ত সেরে ম্যাজেস্ট্রেটের উপস্থিতিতে দু’টি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এ কাণ্ডে দু’টি পরিবারের লোক ভেঙ্গে পড়েছেন। পরিবার দুটির লোক পরস্পরের দিকে অভিযোগের আঙ্গুল তোলেছেন। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বদরপুর পুলিশ।