আধ ঘণ্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস, আঙুল নেনামিয়া স্কুলের দিকে

বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : ফের বাঁশকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুল! কাছাড়ে মাধ্যমিক পরীক্ষার শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যেই ইংরেজি বিষয়ের প্রশ্নপত্র ফাঁস হল। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে প্রশ্নপত্র। বাঁশকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুলের বিরুদ্ধে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ফের উত্থাপিত হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার আধ ঘন্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হওয়ায় শুরু হয় নকল দেওয়ার দৌঁড়ঝাপ।

মোবাইলে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া প্রশ্নপত্রটি বাঁশকান্দি নেনামিয়া হায়ার সেকেন্ডারি স্কুল থেকে ফাঁস হওয়ার সন্দেহ করা হচ্ছে। কেন্দ্রে দায়িত্বে থাকা মজুমদার পদবির এক শিক্ষক প্রশ্নপত্র ফাঁস করেছেন বলে অভিযোগ উঠেছে। এবার বিতর্কহীন ভাবে মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত করার জন্য রাজ্য সরকার কঠোর হলেও প্রথম দিনেই ঘটে যায় প্রশ্ন ফাঁসের মত কর্মকাণ্ড।

এদিকে, এমন খবর পেয়ে হায়ার সেকেন্ডারি স্কুলে পৌঁছান অ্যাসিস্টেন্ট কমিশনার, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকরা। ইতিমধ্যেই মজুমদার পদবীর এক শিক্ষকের বিরুদ্ধে এমন অভিযোগ উঠায় বিষয়টি তদন্ত শুরু হয়েছে।

আধ ঘণ্টার মধ্যেই প্রশ্নপত্র ফাঁস, আঙুল নেনামিয়া স্কুলের দিকে

উল্লেখ্য, গত বছর পরীক্ষায় স্কুলের জনৈক শিক্ষক তাঁর মেয়েকে সিক রুমে পরীক্ষার ব্যবস্থা করে শিখিয়ে দেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তোলপাড় সৃষ্টি হয়। এরপর ঐ শিক্ষক সাময়িক বরখাস্ত হয়েছেন হয়েছিলেন।

Author

Spread the News