গ্রুপ সদস্য পদে জয়ী ভাই-বোন, ভাসছেন সংবর্ধনার জোয়ারে

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১৪ মে : একই পরিবার থেকে নির্বাচিত হলেন দু’জন গ্রাম পঞ্চায়েত সদস্য। সংবর্ধনার জোয়ারে ভাসছেন জয়ী ভাই-বোন। কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের মোহনপুর জিপিতে এমনই এক ঘটনা প্রকাশ্যে এসেছে। এই জিপির ৩ নম্বর গ্রুপ সদস্যা পদে প্রার্থী ছিলেন বোন মাসতুরা শামীমা আর ৪ নম্বর গ্রুপে প্রার্থী ছিলেন ভাই আব্দুল্লাহ আব্বাস। নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই এলাকার মানুষ আব্দুল্লাহ আব্বাসের গৃহে এসে সদ্য জিপি সদস্য পদে নির্বাচিত দুই ভাই-বোনকে ফুলের মালা পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন।

সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে আব্দুল্লাহ আব্বাস এই দুই গ্রুপের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাছাড়া এলাকার উন্নয়নের সদা সচেষ্ট থাকবেন বলে প্রতিশ্রুতি দেন।

গ্রুপ সদস্য পদে জয়ী ভাই-বোন, ভাসছেন সংবর্ধনার জোয়ারে
গ্রুপ সদস্য পদে জয়ী ভাই-বোন, ভাসছেন সংবর্ধনার জোয়ারে
Spread the News
error: Content is protected !!