ধান ক্ষেতে বনো হাতির তাণ্ডব কাঁঠালতলিতে
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : অসম-ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলি এলাকায় একটি বনো হাতি তাণ্ডব চালালো। এতে হাতির তাণ্ডবে কৃষকদের ক্ষেতের ফসলের ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি আতঙ্কে ভোগছেন সীমান্তবতী বিভিন্ন গ্রামের জনগণ।
জানা গেছে, প্রতি বছর শীতের মরসুমের শুরুতেই বনো হাতি দল ঘন জঙ্গল ছেড়ে লোকালয়ে বেরিয়ে পড়ে কৃষকদের ফলানো সফল সহ বসত বাড়িতে তাণ্ডব লীলা চালায়। রবিবার ভোর বেলা কুর্তি গ্রামের ধান ক্ষেতের মাঠে প্রবেশ করে বুনো হাতিটি। সকাল দশটা অবধি হাতিটি ধান খেতেই অবস্থান করে। এদিকে, বুনো হাতিটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় জমে কুর্তিতে। পরবর্তীতে স্থানীয় লোকেরা হাতিটিকে ধানের মাঠ থেকে তাড়িয়ে দেন। জেলা বন বিভাগ হাতিগুলো নিয়ন্ত্রণের জন্য আজ অবধি কোনও পদক্ষেপ গ্রহণ করেনি বলে অভিযোগ জনগণের। তাই হাতিটি নিয়ন্ত্রণ করার জন্য বন বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন ভূক্তভোগী জনগণ।
স্থানীয় জনগণ জানান, কিছুদিন স্বস্তিতে থাকার পর আবারও বুনো হাতি আতঙ্কে ভোগছেন কাঁঠালতলির কুর্তি গ্রামের জনগণ। কয়েকদিন ধরে বুনো হাতিটি কুর্তি সার্জুল মাড়ুয়া প্রভৃতি এলাকায় তাণ্ডব চালিয়ে আসছে। বর্তমানে বুনো হাতিটি মেদলি চা বাগান এলাকায় অবস্থান করলেও প্রায় প্রতিদিন খাদ্যের সন্ধানে চা বাগানের জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে বলে জানান। আর কখনও রাতে আবার কখনো ভোরবেলা ধান খেতের মাঠে প্রবেশ করে হাতিটি কৃষকদের ফলানো ফসল ক্ষেতে প্রবেশ করে ফসল বিনিষ্ট করে আসছে। এতে কৃষকের হাড়ভাঙা পরিশ্রমের ধান খেতের ফসল বিনষ্ট করছে হাতিটি। তাছাড়া হাতিটি রাতের বেলা বসত বাড়িতেও প্রবেশ করে। এতে হাতির আক্রমনের আতঙ্কিত গোটা গ্রামের জনগণ।