হাইলাকান্দিতে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২৫ মে : বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণি বায়ু ঘূর্ণিঝড়ের আকার নিয়ে হাইলাকান্দি জেলার উপর দিয়ে বয়ে যাবার রাজ্য সরকারের সতর্কতার পরিপ্রেক্ষিতে তা মোকাবিলার জন্য হাইলাকান্দিতে শনিবার একসভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলাশাসক অমিত পারবোসার পৌরোহিত্যে সভায় জেলার সব কয়টি বিভাগকে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের মোকাবিলায় প্রস্তুতি নিতে বলা হয়।
সভায় জেলার জনসাধারণকে ঘূর্ণিঝড়ের প্রভাব সম্পর্কে সচেতন থাকতে আবেদন জানানো হয়। উল্লেখ্য রাজ্য সরকারের এক সতর্কবার্তায় আগামী ২৭ মে ঘূর্ণিঝড়টি বরাক উপত্যকার উপর দিয়ে কমপক্ষে ৬০ কিলোমিটার বেগে অতিক্রম করতে পারে বলে সভায় জানানো হয়।