যুদ্ধ ছড়িয়ে পড়ছে! সিরিয়ায় হামলা পাল্টা হামলা

২৭ অক্টোবর : যুদ্ধ ছড়িয়ে পড়ছে!
সিরিয়ায় হামলা পাল্টা হামলা। ইরানের বিপ্লবী গার্ড কর্পস ও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ঘাঁটি ও অস্ত্রাগারে হামলার পর এবার দেশটিতে দখলে রাখা মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হয়েছে।

শুক্রবার ভোরে পূর্ব সিরিয়ার দাইর আল-জাওয়ার প্রদেশে মার্কিন সামরিক ঘাঁটিতে এই পাল্টা আঘাত হয়। সূত্রের বরাত দিয়ে লেবাননের আল-মায়াদিন নিউজ নেটওয়ার্ক কনোকো গ্যাস ফিল্ডে মার্কিন সেনাদের অবস্থানকারী ঘাঁটিতে বিস্ফোরণের কথা জানিয়েছে। ইরাকি সন্ত্রাসবিরোধী পপুলার মোবিলাইজেশন ইউনিটের সাথে যুক্ত একটি টেলিগ্রাম নিউজ চ্যানেল ‘সাবেরিন নিউজ’ও এই ঘাঁটিতে রকেট হামলার খবর দিয়েছে। ইরাকের উত্তরে ইরবিল বিমানবন্দরের চারপাশে মার্কিন সামরিক বাহিনীর বিরুদ্ধে ড্রোন হামলার খবরও পাওয়া গেছে। তবে এ ঘটনায় হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ দিকে, সিরিয়ায় ইরানের রিভুলুশনারি গার্ড বাহিনীর ব্যবহৃত স্থাপনায় হামলা চালিয়েছে ইজরায়েল। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন।

সপ্তাহে সিরিয়ায় মার্কিন কর্মকর্তাদের ওপর হামলার জবাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে এই আক্রমণ পরিচালনা করা হয়েছে বলে জানানো হয়েছে। ওই হামলার সময় এক মার্কিন ঠিকাদার আশ্রয় গ্রহণ করার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান এবং ২১ মার্কিন কর্মকর্তা সামান্য আহত হয়েছিলেন। আহতরা ইতোমধ্যেই তাদের কাজে ফিরে গেছেন। বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র সঙ্ঘাত চায় না এবং বৈরিতা আর বাড়ানোর কোনো ইচ্ছা পোষণ করে না। তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান-সমর্থিত বাহিনীর হামলা অগ্রহণযোগ্য এবং তা রুখতেই হবে।

তিনি বলেন, এই হামলা ইজরাইল ও হামাসের মধ্যে চলমান সঙ্ঘাতের সঙ্গে সম্পর্কহীন। ইজরায়েল-হামাস সঙ্ঘাতের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তনও নয় এই হামলা। খবর : রিডমিক নিউজ।

Author

Spread the News