ওয়াকফ আইনের প্রতিবাদ উত্তেজনা : পাথারকান্দি ও নিলামবাজারে ১৬৩ ধারা জারি
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৭ এপ্রিল : পাথারকান্দি ও নিলামবাজারে দুই থানায় ১৬৩ ধারা জারি করল প্রশাসন। পাথারকান্দি-নিলামবাজারে সবধরনের জমায়েত নিষিদ্ধ করা হল। ওয়াকফ আইনের বিরুদ্ধে চলমান প্রতিবাদকে কেন্দ্র করে উত্তেজনার আশঙ্কায় শ্রীভূমি জেলার প্রশাসন কড়া পদক্ষেপ নিয়েছে। সোমবার শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এর ১৬৩ ধারার আওতায় এক জরুরি আদেশ জারি করেছেন। এই আদেশ অনুসারে, পাথারকান্দি ও নিলামবাজার থানার অন্তর্গত এলাকায় তাৎক্ষণিকভাবে বেশ কিছু নিষেধাজ্ঞা বলবৎ হয়েছে। পুলিশসুপারের জমা দেওয়া রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওয়াকফ আইনকে কেন্দ্র করে চলা প্রতিবাদের ফলে ওই দুই এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে জনসুরক্ষা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন পাঁচ বা ততোধিক ব্যক্তির জমায়েত নিষিদ্ধ ঘোষণা করেছে।
এছাড়া বিনা অনুমতিতে কোনও ধরনের মিছিল, র্যালি, ধর্মঘট, ধরনা বা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করা যাবে না। নিষেধাজ্ঞায় অস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা সন্দেহজনক বস্তু বহনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি বা বেআইনি যানবাহন জড়ো করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ। পাশাপাশি, উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্র বা লাউডস্পিকার ব্যবহারের ক্ষেত্রেও অনুমতি আবশ্যক। তবে এই নির্দেশ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মী, জরুরি পরিষেবা যেমন অ্যাম্বুলেন্স ও দমকল বিভাগের কার্যক্রম ছাড় দেওয়া হয়েছে। প্রশাসনের পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনের অধীনে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন জানিয়েছে।
