বৃন্দাব‌নের রথ বাজারিছড়ার কালাছড়া নেতাজিপল্লী কালীবা‌ড়ি‌তে

বরাক তরঙ্গ, ৩ মে : একল বিদ‌্যাল‌য়ের শ্রীহ‌রি সৎসংঘ স‌মি‌তি কলকাতার রথ বৃহস্প‌তিবার এ‌সে পৌঁছাল বাজা‌রিছড়ার কালাছড়া নেতাজিপল্লী সর্বজনীন কালীবা‌ড়ি‌তে। এ‌দিন বিকাল চারটায় কালীবা‌ড়ি‌তে এ‌সে রথ‌টি পৌঁছায়। তারপর শুরু হয় পূজার্চনা। রথ‌টি দর্শন কর‌তে প্রচুর লোক সমাগম হয় কালীবা‌ড়ি প্রাঙ্গ‌ণে।

একল বিদ‌্যাল‌য়ের বরাক উপত‌্যকার রথ যোজনা প্রমুখ বিনয়ভূষন নাথ ব‌লেন, সারা ভারত ব‌র্ষে ৭৬‌টি রথ এভা‌বে দে‌শের গ্রাম, শহর প‌রিক্রমা কর‌ছে। তি‌নি ব‌লেন, আধ‌্যা‌ত্মিক ধর্মীয় বাতাবরন প্রতিষ্ঠা করাই হল রথ প‌রিক্রমার মুখ‌্য উ‌দ্দেশ‌্য। আরও বেশ কিছু দিন রথ‌টি বরাক উপত‌্যকার বি‌ভিন্ন স্থানে প‌রিক্রমা কর‌বে এবং শে‌ষে বৃন্দাবন চ‌লে যা‌বে ব‌লে বিনয়বাবু জানান।

এ‌দিন উপ‌স্থিত ছি‌লেন র‌থের পূজা‌রি নীহা‌রেন্দু চন্দ, সার‌থি রাহুল কর, কালীবা‌ড়ি চ‌্যা‌রিট‌্যাবল ট্রা‌স্টের সভাপ‌তি অজয় সূত্রধর, সম্পাদক জন্ম‌জিত দাস, মি‌হির দাস, দীপঙ্কর দেব, একল বিদ‌্যাল‌য়ের আচার্যা রত্না পোদ্দার প্রমুখ। বৃহস্প‌তিবার রা‌ত ৮ টায় প্রজেক্ট‌রের মাধ‌্যমে কৃষ্ণ লীলা প্রদর্শন করা হ‌য়।

Author

Spread the News