ইন্ডিয়া ক্লাবকে আবারও জেতালেন পারভেজ

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ মে : আসাম ক্রিকেট সংস্থা (এসিএ) আয়োজিত যষ্ঠ আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপের মূলপর্বে শুক্রবার শিলচরের ইন্ডিয়া ক্লাব হারিয়ে দিল বিশ্বনাথ ব্লু ওয়ারিয়র্সকে। ৮ উইকেটের ব্যবধানে। সেই সুবাদে সেমিফাইনাল থেকে মাত্র এক ম্যাচ দূরে রয়েছে শিলচরের ক্লাবটি। প্রায় চার ওভার হাতে রেখে ১৫০ রান তাড়া করে ফেলে  ইন্ডিয়া ক্লাব। আগামীকাল অর্থাৎ শনিবার সকালে তেজপুরের সুপার টাচ ক্লাবকে হারাতে পারলেই গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিতে খেলবে ইন্ডিয়া ক্লাব। এমনকি প্রাকৃতিক দুর্যোগে ম্যাচ পণ্ড হলেও শিলচরের দলটি নিজেদের গ্রুপে সেরা দু’টি দলের মধ্যে থাকবে।

অন্যদিকে, সুপার টাচকে সেমিফাইনালে যেতে হলে অবশ্যই জিততে হবে। তাদের হয়ে এবার খেলছেন শিলচরের স্পিনার রাহুল সিং। শুক্রবারের ম্যাচে গুয়াহাটি জাজেস ফিল্ডে টস জিতে ফিল্ডিং নেয় ইন্ডিয়া ক্লাব। কিন্তু খুব একটা সুবিধে হয়নি তাতে। ৮ উইকেটে ১৫০ রানের মজবুত স্কোর খাড়া করে বিশ্বনাথ ব্লু ওয়ারিয়র্স। অধিনায়ক সিদ্ধার্থ শঙ্কর বরুয়া ৩৭ বলে ৬১ রান করেন। ৪৩ বলে ৪৫ করেন দিবেশ হাজরিকা। এছাড়া হাসান শেখ করেন ১৮। ইন্ডিয়া ক্লাবের স্বরূপম পুরকায়স্থ, সুদর্শন সিনহা ও দিবাকর জোহরি দু’টি করে এবং অধিনায়ক পারভেজ মুশাররফ একটি উইকেট নেন।

জবাবে মাত্র ১৬.২ ওভারেই ২ উইকেট হারিয়ে প্রয়োজনীয় ১৫১ রান সংগ্রহ করে ফেলে ইন্ডিয়া ক্লাব। আউট হয়েছেন পারভেজ মুশাররফ এবং প্রশান্ত কুমার। ১২৪ রানের জুটি গড়ে একই স্কোরে উভয়েই আউট হন। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পার্টনারশিপ গড়লেন পারভেজ-প্রশান্ত। ৪২ বলে ৬৬ রান করে আবারও ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন পারভেজ। অন্যদিকে, ৪৯ রানে আউট হয়েছেন প্রশান্ত, তিনিও খেলেছেন ৪২ বল। তাঁরা ফিরে যাওয়ার পর প্রয়োজনীয় বাকি রান তুলেন সতীর্থ রাজু দাস (১৪) ও স্বরূপম পুরকায়স্থ (১২)।

Author

Spread the News