ভোটদান মোদি-শাহের, রেকর্ড ভোটের আর্জি প্রধানমন্ত্রীর

৭ মে : ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহমেদাবাদের নিশান হায়ার সেকেন্ডারি স্কুলে ভোট দেন প্রধানমন্ত্রী। কড়া নিরাপত্তার মধ্যে সাড়ে ৭টা নাগাদ ভোট কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনে একই বুথে ভোট দেন। প্রধানমন্ত্রীর ভোট দেওয়াকে কেন্দ্র করে উৎসবের মেজাজ ছিল ওই ভোটগ্রহণ কেন্দ্রে। অনেকটা পথ পায়ে হেঁটে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছন প্রধানমন্ত্রী। রাস্তার পাশে বহু মানুষ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীও তাঁদের দেখে হাত নাড়েন। অটোগ্রাফও দেন খুদেদের।

এ দিকে, প্রধানমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করে বাংলা, গুজরাটি, মারাঠি, কন্নড় ইত্যাদি ভাষায় সকলকে নিজের ভোট দানের আর্জি জানিয়েছেন। বাংলায় তিনি লিখেছেন, “আজকের এই পর্বের নির্বাচনে যাঁরা ভোট দিচ্ছেন, তাঁদের সকলের কাছে রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের আর্জি জানাচ্ছি। তাঁদের সক্রিয় অংশগ্রহণ অবশ্যই নির্বাচনকে আরও বেশি প্রাণবন্ত করে তুলবে।”

Author

Spread the News