হাইলাকান্দি জেলায় নতুন অন্তর্ভুক্ত হওয়া এলাকায় ভোট সচেতনতা
বরাক তরঙ্গ, ১৬ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে হাইলাকান্দি জেলার ১২১ হাইলাকান্দি বিধানসভা এবং ১২২ আলগাপুর-কাটলিছড়া বিধানসভা কেন্দ্রে ভোটদাতারা এবছর করিমগঞ্জ সংসদীয় আসনের জন্য ভোটদান করবেন। আর এক্ষেত্রে হাইলাকান্দি জেলায় নতুনভাবে অন্তর্ভুক্ত হওয়া কাছাড় জেলার বরাক নদীর ওপারের পাঁচটি পুলিং বুথে এবার প্রায় চার হাজার ভোটদাতা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। কিন্তু এরা প্রথমবারের মত কাছাড় জেলা নয়,
ভোটদান করবেন হাইলাকান্দি জেলার ভোটদাতা হিসেবে। আর এই ক্ষেত্রে হাইলাকান্দি জেলা প্রশাসনের নির্বাচনী প্রচার বিভাগ গত শনিবার হাইলাকান্দি জেলার নতুন ভোট কেন্দ্র সহ এলাকাবাসীর খোঁজ খবর নেন।
প্রসঙ্গত ১২১ হাইলাকান্দি বিধান সভার অন্তর্গত ১ নম্বর ভোট কেন্দ্র ১৩০৩ নং দুধপুর নয়া গ্রাম প্রাথমিক বিদ্যালয়, ভোটকেন্দ্র নং ২ ও ৩ গনিরগ্রামের ৭৫ নং মাধবপুর প্রাথমিক বিদ্যালয়, ভোট কেন্দ্র ৪ এর ৩১২ নং বরজুরাই এল পি স্কুল এবং ৫ নং ভোটকেন্দ্র শ্রীপুর কদমতলা এলপি স্কুলের যাবতীয় খোঁজ খবর নিয়ে তাদের আগামী ২৬ এপ্রিল করিমগঞ্জ সংসদীয় আসনের জন্য ভোটদান করার জন্য অনুরোধ জানান এসভিইইপি সেলের সদস্যরা।এলাকার বিএলও সুপারভাইজার দিপু কুমার দাস এলাকার পাঁচটি বুথের বিএলও দের নিয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এসভিইইপি সেলের সদস্যরা। সেলের পক্ষ থেকে শংকর চৌধুরী, কয়েস আহমেদ বড়ভূইয়া, বিজয়িনী ভট্টাচার্য, বিপ্লব দাস, হৃদম ঘোষ, সত্যজিৎ দেব, রাজদীপ যাদব প্রমুখ।
এদিকে, হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ও নতুন এলাকা পর্যবেক্ষণ করা হয়েছে।