আন্তর্জাতিক মহিলা দিবসে ভোটার সচেতনতা হাইলাকান্দিতে

বরাক তরঙ্গ, ৮ মার্চ :  রাষ্ট্র গঠনে মহিলাদের অবদান যথেষ্ট রয়েছে। বর্তমান সময়ে মহিলারা ও প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এক সমৃদ্ধ শালী রাষ্ট্র গঠনে এগিয়ে চলেছেন। তাই মহিলাদের ও এক সুন্দর রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে হবে। শুক্রবার হাইলাকান্দিতে নির্বাচনী প্রচার বিভাগের পক্ষ থেকে আলগাপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ইটরকান্দি এলাকায় আন্তর্জাতিক মহিলা দিবসের প্রেক্ষাপটে এক ভোটার সচেতনতা অনুষ্ঠানের আয়োজন হয়। এদিন রাষ্ট্রীয় জীবিকা মিশনের অন্তর্গত আহূত সভায় নির্বাচনী সভায় পৌরোহিত্য করেন সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু।

স্বাগত বক্তব্য রাখেন সেল সদস্য শঙ্কর চৌধুরী। তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগাম বার্তা দিয়ে সবাইকে গনতন্ত্রের নির্বাচনী পর্বে সবার স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

আন্তর্জাতিক মহিলা দিবসে ভোটার সচেতনতা হাইলাকান্দিতে

তারপর আন্তর্জাতিক মহিলা দিবসের প্রেক্ষাপটে বক্তব্য রাখেন সৌমকান্তি ভট্টাচার্য। তিনি মহিলা দের আত্ম নির্ভরশীল হওয়ার ক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র গঠনে এগিয়ে আসতে আহ্বান জানান। তাছাড়া রাষ্ট্রীয় জীবিকা মিশনের পাক থেকে বিপিএম নজমুল হোসেন লস্কর সহ সংযোজক অজিত স্থানিশ তেলী, বাহারুল ইসলাম, হৃদম ঘোষ, বিপ্লব দাস প্রমুখ।

Author

Spread the News