দেশ গঠনে বিবেকানন্দই যুব সমাজের আদর্শ : মিহিরকান্তি
বরাক তরঙ্গ, ১৫ জুলাই : ভারত বিকাশ পরিষদ শিলচর শাখার উদ্যোগে কাছাড় জেলার উধারবন্দস্থিত শ্রী শ্রী কাঁচাকান্তি মন্দির প্রাঙ্গণে সংস্থার উধারবন্দ শাখা গঠনের উদ্দেশ্যে এক সভা আয়োজন করা হয়। পৌরহিত্য করেন উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম। রবিবার সভায় উধারবন্দ এলাকার বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারত বিকাশ পরিষদের উধারবন্দ শাখা গঠিত______
এদিনের সভায় সর্বস্মতিক্রমে অংশুমান দত্তকে সভাপতি, সুপ্রিয় আচার্য্যকে সম্পাদক ও তাপস পুরকায়স্থকে কোষাধ্যক্ষ হিসাবে মনোনীত করে মোট আঠারো সদস্য বিশিষ্ট উধারবন্দ শাখার একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। খুব শীঘ্রই আরও সদস্যকে উক্ত কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারত বিকাশ পরিষদের শিলচর শাখার প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশুকুমার রায়, সংস্থার প্রাক্তন সভাপতি আইনজীবী রজত ঘোষ, প্রসেনজিৎ দাশগুপ্ত, বিভূতি ভূষণ চন্দ, অনিরুদ্ধ দেবরায় প্রমুখ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক মিহিরকান্তি সোম বলেন স্বামী বিবেকানন্দ হচ্ছেন যুব সমাজের আদর্শ। তাঁর আদর্শকে পাথেয় করে কাজ করছে ভারত বিকাশ পরিষদ। কাজেই দেশ গঠনে বিবেকানন্দের আদর্শ অনুসরণ করে এগিয়ে চলতে হবে যুব সমাজকে। তিনি ভারত বিকাশ পরিষদের উধারবন্দ শাখার উন্নয়নে সবধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। বিধায়ক বলেন, সমাজের শেষ পংক্তির মানুষের কল্যাণে ভারত বিকাশ পরিষদ দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে, কাজেই জনকল্যাণে কাজ করা এহেন একটি সংস্থা দ্বারা আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে পেরে অত্যন্ত গর্বিত বোধ করছি।
এদিকে, নিজ বক্তব্য রাখতে গিয়ে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য ইঞ্জিনিয়ার অংশু কুমার রায় ভারত বিকাশ পরিষদ তাদের প্রতিষ্ঠা লগ্ন থেকে কি ধরণের সেবা মূলক কাজ করে আসছে এ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি তার ভাষণে সংস্থার নিয়ম নীতি সম্পর্কে সবাইকে ওয়াকিবহাল করেন।
বরাক উপত্যকায় কিভাবে এই সংস্থা বিস্তারলাভ করেছে তা বিশদ ভাবে আলোচনা করেন। উধারবন্দ শাখাকে এগিয়ে নিয়ে যেতে প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংস্থার শিলচর শাখা সর্বদা পাশে থাকবে বলে আশ্বস্ত করেন ইঞ্জিনিয়ার অংশুকুমার রায়। তাছাড়াও ভারত বিকাশ পরিষদ প্রান্তিক মানুষের কল্যাণে কিভাবে কাজ করে যাচ্ছে এনিয়ে বক্তব্য তুলে ধরেন আইনজীবী রজত ঘোষ, প্রসেনজিৎ দাশগুপ্ত প্রমুখ।