ভাইরাল রামলালার মূর্তির ছবি ভুল, জানালেন মন্দিরের প্রধান পুরোহিত

২১ জানুয়ারি : সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবি নতুন রামলালার মূর্তির নয়। রাম মন্দির (Ayodhya Ram Mandir) উদ্বোধনের পরেই রামলালার নতুন মূর্তির ছবি প্রকাশ্যে আসবে। শনিবার এমনটাই দাবি করলেন রাম মন্দিরের প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস। তাঁর কথায়, ‘রামলালার প্রাণপ্রতিষ্ঠার ঠিক আগেই মূর্তির আবরণ উন্মোচন হবে। এখন হলুদ কাপড়ে মূর্তির মুখ ঢেকে রাখা রয়েছে। হাতও ঢাকা। গায়ে জড়ানো রয়েছে সাদা চাদর।’ একইসঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মূর্তির ছবি ভুল বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

এক্স হ্যান্ডলে এই মূর্তির ছবি দেন বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা। সেই ছবি সঠিক নয় জানিয়ে আচার্য সত্যেন্দ্র বলেন, ‘প্রাণপ্রতিষ্ঠা সম্পূর্ণ হওয়ার আগে রামলালার খোলা চোখ দেখা যাবে না। খোলা চোখের যে ছবি ছড়িয়ে পড়েছে সেটা আসল মূর্তি নয়। আর যদি এমনটা দেখা যায় যে, আসল মূর্তির উন্মুক্ত চোখের ছবি ছড়িয়ে গিয়েছে তবে তার তদন্ত হওয়া উচিত। খুঁজে দেখতে হবে কী করে এটা হল, কে ছবি তুললেন এবং কীভাবে ভাইরাল হয়েছে, তাও জানতে হবে।’

শুক্রবারই রামলালার নতুন মূর্তি আনা হয়েছে মন্দিরে। গর্ভগৃহে ঢোকানোর সময়ে উপস্থিত ছিলেন মন্দির কর্তৃপক্ষ ছাড়া নির্মাণকর্মীরা। সেই সময়ে মূর্তির চোখমুখ ঢাকাই ছিল। আগে থেকেই কথা ছিল পার্বণ শুরুর চতুর্থ দিনে মূর্তি আনা হবে। আবরণ থাকবে সেই সময়ে। প্রাণপ্রতিষ্ঠার পরে উন্মোচন হবে।

Author

Spread the News